কয়েক হাজার কোটি টাকার মালিক হলেও সোনার গহনা পরেন না আম্বানিরা! কারণ জানলে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের সবাই এক ডাকে চেনে আম্বানি পরিবারকে। এই মুহূর্তে দেশের সবথেকে বিত্তশালী পরিবার এরা। আম্বানি পরিবারের বড় ছেলে মুকেশ আম্বানি এই মুহূর্তে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। মুকেশ আম্বানির (Mukesh Ambani) স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani) বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজ ও স্টাইল স্টেটমেন্ট এর জন্য ভাইরাল হয়ে থাকেন।

সোশ্যাল মিডিয়া থেকে খবরের কাগজ, আম্বানি পরিবারের সদস্যরা সর্বদাই থাকেন হেডলাইন্সে। আম্বানি পরিবারের এমন অনেক কিছু তথ্য রয়েছে যা সম্বন্ধে আমরা জানতে সবাই উদগ্রীব। আম্বানি পরিবারের সদস্যরা এতটাই সম্পদশালী যে তারা চাইলে যা খুশি কিনে নিতে পারেন। ধীরুভাই আম্বানি আজ থেকে কয়েক দশক আগে শুরু করেন রিলায়েন্স।

আরোও পড়ুন : আকাশ, অনন্ত, ইশা! আম্বানির কোন সন্তানের শিক্ষাগত যোগ্যতা কত, শুনলে অবাক হবেন

তারপর তার বড় ছেলে মুকেশ আম্বানি রিলায়েন্স গোষ্ঠীকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। মুকেশের হাত ধরেই রিলায়েন্স ভারতের সর্ববৃহৎ কোম্পানি হয়ে উঠেছে। অত্যন্ত বিত্তশালী হওয়া সত্বেও মুকেশ আম্বানি চাইতেন তার সন্তানরা আর পাঁচটা সাধারন মানুষের মতো জীবন যাপন করুক। তাই ছোটবেলা থেকেই মুকেশ চেয়েছেন তার সন্তানরা যেন অর্থের অহংকারে অহংকারী না হয়ে পড়েন।

আরোও পড়ুন : রক্তের সম্পর্ক নেই নীতার সাথে! তবুও ইনি মুকেশের প্রিয়পাত্র, দেখুন আম্বানির চতুর্থ সন্তানকে

তাই এমন অনেক ঘটনা রয়েছে যা থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় আম্বানিরা প্রচুর ধনসম্পদের মালিক হলেও সব সময় ডাউন টু অর্থ থাকতে পছন্দ করেন। তবে ইদানিংকালে একটা খবর শোনা যাচ্ছে খুবই। বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেও আম্বানিরা সোনার (Gold) গহনা ব্যবহার করেন না। এমনকি আম্বানি পরিবারের মহিলা সদস্যদের দেখা যায় না সোনার গহনা পরতে। কিন্তু এর পেছনে ঠিক কারণ কী তা নিয়ে অনেকেই জানতে আগ্রহী।

Nita Ambani

আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে কেন আম্বানি পরিবারের সদস্যরা সোনার গহনা পরেন না? যদিও এর পেছনে সুনির্দিষ্ট কোনও কারণ নেই। আম্বানি পরিবার এতটাই বিত্তশালী যে তারা সোনার উপর অর্থ খরচ করতে চান না। বরং তারা পছন্দ করেন সোনার বদলে হিরে কিংবা প্ল্যাটিনামের গহনা ব্যবহার করতে। এই কারণে তারা খুব একটা সোনার দিকে ঝোঁকের না। মূলত হীরের গয়নাতেই সাজতেই দেখা যায় আম্বানি পরিবারের লোকেদের।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর