দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা পেসার মাখায়া এনটিনি। যিনি দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তবে উনাকেও হতে হয়েছে বর্ণবিদ্বেষের শিকার। প্রতিভা দিয়ে বিচার নয় বরং অনেক সময় তার গায়ের রং দিয়ে তার বিচার করেছেন সতীর্থরা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার দীর্ঘদিন পর এমনই গুরুতর অভিযোগ করলেন মাখায়া এনটিনি।
1998 সাল থেকে 2011 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জার্সি গায়ে খেলেছেন মাখায়া এনটিনি। মোট 101 টি টেস্ট ম্যাচ খেলে তিনি নিয়েছেন 390 টি উইকেট, 173 টি ওয়ানডে ম্যাচে 266 টি উইকেট নিয়েছেন এবং 10 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ছয়টি উইকেট নিয়েছেন মাখায়া এনটিনি।
আমেরিকায় পুলিশের অত্যাচারের ফলে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লুয়েডের মৃত্যুর পর বর্ণবিদ্বেষ নিয়ে বিশ্বের নানা প্রান্তে সরব হয়েছেন নানান মানুষজন। ক্রীড়াক্ষেত্রে বর্ণবিদ্বেষ নিয়ে প্রতিবাদ দেখা গেছে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটারও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার মাখায়া এনটিনি। তিনি বলেছেন দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সেরা পেসার হওয়ার সত্বেও শুধুমাত্র গায়ের রঙের জন্য আমাকে অনেক বঞ্চনা সহ্য করতে হয়েছে। ক্রিকেট জীবনে আমার সঙ্গি ছিল একাকিত্ব। সতীর্থরা কেউই আমাকে ডিনারের জন্য ডাকতো না, এমনকি ব্রেকফাস্ট টেবিলে গেলে তারা কেউ আমার পাশে বসতো না। শুধুমাত্র আমার গায়ের রঙ কালো বলে ম্যাচ হারের সমস্ত আমার উপর চাপিয়ে দেওয়া হত। আমরা একই দেশের হয়ে খেলতাম, একই জাতীয় সংগীত গাইতাম তবুও গায়ের রং কালো বলে আমাকে নানাভাবে বঞ্চনা করা হত।