অবিশ্বাস্য! স্টেশন তো ছেড়েই দিন, কোন রেলপথই নেই এইসব জায়গায়! লিস্টটা দেখলে হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ব্যবস্থার মেরুদন্ড রেল। ব্রিটিশ আমলে শুরু হয় রেল ব্যবস্থা। তারপর ধীরে ধীরে রেল নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। বর্তমানে লোকাল, দূরপাল্লার পাশাপাশি চলছে বন্দে ভারতের মতো আধুনিক হাইস্পিড ট্রেন। তবে জানেন বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে নেই কোনো রেলপথ (Railway Track)।

আজ আমরা জানবো রেলপথবিহীন (Railway Track) দেশগুলি (Country) সম্পর্কেই।

ভুটান : ভারতের এই প্রতিবেশী দেশে নেই রেল নেটওয়ার্ক (Railway Track)। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশটির দুর্গম পাহাড়ি রাস্তায় রেল পথ নির্মাণ খুবই দুষ্কর। এই দেশের পরিবহণ ব্যবস্থা তাই সড়ক নির্ভর।

আইসল্যান্ড : অ্যান্টার্কটিকার কাছের এই দেশ রেল ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। কম জনসংখ্যা ও অগ্নুৎপাতের সম্ভাবনা বেশি থাকায় এই দেশে রেল ব্যবস্থা গড়ে তোলা রীতিমত চ্যালেঞ্জিং।

No Railway Track

সাইপ্রাস : এই দেশটিতে ১৯০৫-১৯৫১ পর্যন্ত রেল নেটওয়ার্ক (Railway Track) চালু ছিল। তবে আর্থিক কারণে রেল ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। তারপর ফের রেল লাইন সম্প্রসারণের কাজ হলেও ১৯৭৪ থেকে রেল ব্যবস্থা সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায়।

পাপুয়া নিউ গিনি : এই দেশেও রেল ব্যবস্থা নেই। এমনকি পাপুয়া নিউ গিনিতে সড়ক পরিবহণ ব্যবস্থাও খুব একটা উন্নত নয়।

আরোও পড়ুন : যুদ্ধের জন্য সেপারেশন! ৫০ বছর পর প্রথম প্রেমের সঙ্গে ফের সাক্ষাৎ, চমকে দেবে Ratan Tata’র জীবন

ইয়েমেন : আর্থিক সমস্যা এবং ভূ-রাজনৈতিক অবস্থার কারণে ইয়েমেনে রেল ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়নি। এখানেও পরিবহণের প্রধান মাধ্যম সড়ক পথ।

Countries with no railway networks. Instagram: @geo.ranking (Source: https://www.worldatlas.com/articles/countries-without-a-railway-network.html)
byu/geo_ranking inMapPorn

মোনাকো : ফরাসি রিভিয়েরার ছোট একটি শহর মোনাকো। এখানেও রেল পথ নেই। পরিবহণের জন্য এখানকার মানুষরা ভরসা করেন বাস ও ট্যাক্সির উপরেই।

অন্ডোরা : ফ্রেঞ্চ রেল নেটওয়ার্ক রয়েছে অন্ডোরার সীমান্ত পর্যন্ত। তবে এই দেশের অভ্যন্তরে নেই কোনো রেল পথ।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর