পশ্চিমবঙ্গ থেকে উধাও বৃষ্টির সম্ভাবনা! তাপপ্রবাহের বিশেষ সতর্কতা এই জেলাগুলিতে, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : আবার কবে বৃষ্টির মুখ দেখবে পশ্চিমবঙ্গ (West Bengal)? তা নিয়ে মুখে কুলুপ আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। গতকাল সোমবার হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। এরই সঙ্গে সেইসময় তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের প্রথম দিনেও থাকবে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি। বৈশাখের শুরুটা অস্বস্তিকর গরমের মধ্যেই হবে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৪০.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ৩০.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%

Untitled design 30 5

কলকাতার আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গত সোমবার যা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমতল এলাকার দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলিসয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : অপরদিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গতকাল দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির ওপরে। কোথাও কোথাও তা ৪০ ডিগ্রিও ছাড়িয়ে গিয়েছে।

আগামীকালের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ‘রাজ্যের উপর দিয়ে পশ্চিমী এবং উত্তর-পশ্চিমী শুষ্ক হাওয়া বইছে। তাই দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ১৫-১৬ এপ্রিল পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর