বাংলা হান্ট নিউজ ডেস্ক: পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। টানা দুদিন ৮০ পয়সা বৃদ্ধির পর আগামীকাল অর্থাৎ শুক্রবার আবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে চলেছে ৮০ পয়সা। শুক্রবার সকাল ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।
পাবলিক সেক্টর পেট্রোলিয়াম বিপণন সংস্থাগুলির দ্বারা জারি করা দামের নোটিশ অনুসারে, শুক্রবার দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭.০১ টাকা থেকে বেড়ে ৯৭.৮১ টাকা হয়েছে। পেট্রোলের পাশাপাশি ডিজেলের দাম লিটার প্রতি ৮৮.২৭ টাকা থেকে বেড়ে ৮৯.০৭ টাকা হয়েছে।
প্রসঙ্গত, গত দু দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে মোট ১.৬০ টাকা। এখন তৃতীয়বার ৮০ পয়সা বৃদ্ধির পর পেট্রোল, ডিজেলের দাম আগের দামের থেকে প্রতি লিটারে ২.৪০ টাকা করে বাড়বে।
তবে এর মধ্যেও আশ্চর্য ব্যাপার ছিল এটাই যে আজ অর্থাৎ বৃহস্পতিবার পেট্রোল বা ডিজেলের দাম এক পয়সাও বাড়েনি। এর আগে ২২ শে মার্চ এবং ২৩ শে মার্চ পেট্রোল এবং ডিজেলের দাম লাগাতার ৮০ পয়সা বাড়ানো হয়েছিল।