বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার ভরদুপুরে নিজের ছায়া খুঁজে পেলেন না? অবাক হবেন না কোনো আধিদৈবিক কারনে নয় প্রাকৃতিক কারনেই শহর কলকাতায় (kolkata) পায়ের নীচে ছাড়া কোথাও ছায়া পড়ল না।
কি হয়েছিল
আজ বেলা ১১ টা ৩৪ মিনিটে সূর্য চলে আসে শহর কলকাতার ঠিক মাথার ওপর। যার জন্য বেশ কিছুক্ষণ উল্লম্ব ভাবে প্রোথিত কোনো বস্তুর ছায়া পড়েনি শহর কলকাতায়। ছায়া পড়েনি ল্যাম্পপোস্ট বা খুঁটিরও।
২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ অতিক্রম করছে সূর্য ফলে ঠিক উল্লম্বভাবে রৌদ্র কিরন পড়েছে তিলোত্তমার গায়ে। কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি হওয়ায় প্রতিবছর ৩ বা ৪ জুন কলকাতার ঠিক মাথার ওপর সূর্যের অবস্থান থাকে।
গতকাল শহরের তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে রোদের তাপ বিরাজ করলেও, বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির আভাস দিল হাওয়া অফিস।
সকাল থেকেই হুহু করে চড়ছে পারদ। রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিও। জ্যৈষ্ঠের গরমে গলদঘর্ম শহরবাসীকে আশার কথা শোনাল আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহের শুরুতেই টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণ এর জেলাগুলি, এমনটাই জানাল আবহাওয়া দপ্তর । আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। ফলে তাপমাত্রা নেমে আসবে অনেকটাই।