বাংলাহান্ট ডেস্কঃ চোপড়ার ঘটনায় নৃশংস ঘটনার সাক্ষী রইল গোটা রাজ্য। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীকে গণধর্ষন করে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া (Chopra)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রামপঞ্চায়েতের ছত্রাগছ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম মাম্পি সিংহ। দোষীদের গ্রেফতারের দাবিতে ক্ষিপ্ত গ্রামবাসীরা ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে গিয়েছে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
মৃতা কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুস্কৃতীরা ওই কিশোরীকে ধর্ষণ করে বিষ খাইয়ে খুন করে ফেলে রেখে গিয়েছে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেন। পরিবারের সহায়তায় দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেট দ্বারা অনুসন্ধান ও ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে। ময়নাতদন্ত অনুসারে মৃত্যুর কারণ হিসাবে ‘বিষের প্রভাব’ উল্লেখ করা রয়েছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যৌন বা শারীরিক নির্যাতনেরও কোনও চিহ্ন নেই। যদিও বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি হয়ে ছিল। পুলিশে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি বলে মত প্রকাশ পশ্চিমবঙ্গ পুলিশের।