বাংলা হান্ট ডেস্ক: ভারত সরকারের ৩৭০ ধারা বাতিল করার পর কাশ্মীরের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির আমূল বদল হয়ছে। আন্তর্জাতিক স্তরে কাশ্মীর নিয়ে নানান আলোচনা চললেও অথবা পাকিস্তান নানান ভাবে কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা চালালেও লাভ করতে পারেনি। বিগত এক মাস কাশ্মীরে কোনো গুলি শব্দ পাওয়া যায়নি, এমনটাই দাবি করেছেন জাতীয় নিরাপত্তা অধিকারীর এর.কে ডোভাল। তার মতে এই সিদ্ধান্তটি কাশ্মীরের মানুষদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দাওয়ার জন্য এবং রাজনৈতিক স্থিতাবস্থা আনার জন্য অত্যন্ত জরুরি ছিল। প্রেস কনফারেন্সে তিনি বলেন “অনেকদিন পর কাশ্মীরের এত শান্তিপূর্ণ ভাবে একটি পুরো মাস কেটেছে। একটাও গুলি বিগত এক মাসে চলেনি কাশ্মীর উপত্যকায়।” তিনি নিজের স্মৃতি থেকে আরো বলেন “২০১৬ সালে ৭৫ জন মানুষ মারা গেছিল যখন ফিজবুল মজৈদিন এর বুরহান ওয়ানি কে নিরাপত্তা বাহিনীরা গুলি করে মেরে ফেলে” তারপর তিনি বলেন, যে অপরদিকে ৫ ই আগস্ট এর পর একটি মাত্র মৃত্যুর খবর আসে উপত্যকা থেকে। তিনি আরও বলেন ‘ মনে রাখা প্রয়োজন যে আমরা এখানে একটি জঙ্গি নিশানার স্পর্শকাতর জায়গার বিষয় কথা বলছি”
এন এস এ বর্তমানে উপত্যকার রাজনীতিবিদদের হয়ে বলেন যে কোনো সন্দেহভাজন মানুষকে ততদিন পুলিশ হেফাজতে রাখা হবে যতদিন না কাশ্মীরে সঠিক ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। তিনি এও বলেন যে এখনও কোনো প্ররোচক বা ক্রিমিনাল রেকর্ড থাকা কোনো রাজনীতিবিদ কে পাওয়া যায়নি উপত্যকায়।