এই মাসে আর LPG সিলেন্ডারে পাবেন না সাবসিডির টাকা! জানুন কেন?

বাংলা হান্ট ডেস্কঃ এই সেপ্টেম্বর মাসে ঘরোয়া গ্যাস (Liquefied petroleum gas) সিলেন্ডারে সরকারের দেওয়া ছাড় (Domestic Gas Subsidy) পাওয়া যাবে না। সরকারের এই সাবসিডি না দেওয়ার পিছনে একটি বড় কারণ আছে। আর তাঁর বড় কারণ হল আন্তর্জাতিক বাজারে LPG এর দাম কমে যাওয়ার ভারতে ঘরোয়া গ্যাস সিলেন্ডারের দাম ১৬২.৫০ পয়সা কমে ৫৮১.৫০ পয়সা হয়ে গেছে। এরফলে সাবসিডি আর বিনা সাবসিডি গ্যাসের দাম সমান হয়ে গিয়েছে। আর এই কারণে এই মাসে আপনার অ্যাকাউন্টে আর সাবসিডির পয়সা ঢুকবে না।

lpg 2

মিডিয়া রিপোর্টস অনুযায়ী, কেন্দ্র সরকার মে মাসে ঘরোয়া এলপিজি সিলেন্ডারে দাম পরিবর্তন করার সময়ই সাবসিডি শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। আর সেই কারণে মে, জুন আর জুলাই মাসে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডির টাকা ঢোকেনি। গ্যাস সিলেন্ডারের বাজার মূল্য অথবা বিনা সাবসিডির সিলেন্ডারের দাম অনেক কমে গিয়েছে। আর এই কারণে বিনা সাবসিডি আর সাবসিডি যুক্ত গ্যাস সিলেন্ডারের দাম প্রায় সমান হয়ে গিয়েছে, এই কারণেই সরকার এখন ঘরোয়া গ্যাস সিলেন্ডারে সাবসিটি দেওয়া বন্ধ করে দিয়েছে।

24SEPTDHR01 LPG25THINDANE.jpg

রান্নার গ্যাসে পাওয়া সাবসিডি বিগত এক বছর ধরে লাগাতার কমে যাচ্ছে। আর এই কারণে সাবসিডি যুক্ত গ্যাস সিলেন্ডারের দাম ১০০ টাকা বেড়ে গিয়েছে। আর এর সাথে সাথেই রান্নার গ্যাসে পাওয়া সাবসিডি সুহ্ন্য হয়ে গিয়েছে, দেশের রাজধানী দিল্লীতে জুলাই মাসে ১৪.২ কেজির রান্নার গ্যাসের বাজার মূল্য ৬৩৭ টাকা ছিল। সেটা এখন কমে ৫৯৪ টাকা হয়ে গিয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর