বড় খবর! এবার ১০ লক্ষ টাকার আয়েও দিতে হবে না কোনো ট্যাক্স, কি জানিয়েছেন অর্থমন্ত্রী?

বাংলা হান্ট ডেস্ক: এবার আয়করদাতাদের জন্য একটি বড়সড় সুখবর সামনে এসেছে। মূলত, আপনি যদি আপনার আয়ের ভিত্তিতে বিপুল পরিমাণ ট্যাক্স নিয়ে চিন্তিত থাকেন সেক্ষেত্রে আপনাকে চিন্তামুক্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ইতিমধ্যেই অর্থমন্ত্রী জানিয়েছেন যে, এখন আপনাকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৩ সালের বাজেটে নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন সাত লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে।

এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে এমন একটি পদ্ধতির প্রসঙ্গ পাঠকদের সামনে উপস্থাপিত করা হবে, যার মাধ্যমে আপনি ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে শূন্য কর দিতে পারবেন। মূলত, একটু ভেবেচিন্তে বুদ্ধিমানের মত ট্যাক্স পরিকল্পনা করলেই আপনি ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ট্যাক্স বাঁচাতে পারবেন। এমন পরিস্থিতিতে, বিশেষজ্ঞরা মনে করছেন যে এইভাবে আয়কর বাঁচাতে পুরোনো কর ব্যবস্থাকে আপনাকে বেছে নিতে হবে।

ছাড়ের সুযোগ বাড়িয়েছে সরকার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরের বাজেটে নতুন কর ব্যবস্থায় মৌলিক কর অব্যাহতির ক্ষেত্রে পরিধি বাড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি, পুরোনো কর ব্যবস্থায় কোনো পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য যে, পুরোনো কর ব্যবস্থায় বীমা পলিসি থেকে শুরু করে গৃহঋণ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কর সাশ্রয়ের সুবিধা পাওয়া যায়।

কিভাবে পাবেন ছাড়: এমতাবস্থায়, মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, পুরোনো কর ব্যবস্থার অধীনে সঠিক পরিকল্পনার মাধ্যমে এবার ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ট্যাক্স বাঁচাতে পারেন বেতনভোগীরা। সেক্ষেত্রে পুরোনো কর ব্যবস্থায় আয়কর আইনের ৮০ সি ধারায় বেতনভোগীরা PPF, EPF, ELSS এবং NSC-তে বিনিয়োগ করার মাধ্যমে ১.৫ লক্ষ টাকা বাঁচাতে পারেন। এদিকে, এই ১.৫ লক্ষ টাকা কেটে নেওয়ার পরে আপনার ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যোগ্য আয়ের পরিমাণ ৮.৫ লক্ষ টাকায় নেমে আসবে।

এর পাশাপাশি NPS-এও ৫০,০০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন। এক্ষেত্রে আপনি ৮০ সিসিডি (১বি) ধারায় কর বাঁচাতে সক্ষম হবেন। এছাড়াও, আপনি যদি একটি বাড়ি কিনে থাকেন সেক্ষেত্রে দু’ লক্ষ পর্যন্ত ট্যাক্স বাঁচানো যাবে। শুধু তাই নয়, মেডিকেল পলিসি গ্রহণ করার মাধ্যমেও ২৫,০০০ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচানো সম্ভব।

871134 sitharaman nirmala pti 092719 700x336 1
এছাড়াও, আপনার বাবা-মা যদি প্রবীণ নাগরিক হন সেক্ষেত্রে আপনি তাঁদের নামে স্বাস্থ্য বীমা কিনে ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এদিকে, আয়কর আইনের বিধান অনুসারে, পাঁচ লক্ষ টাকার আয়ের উপর করের পরিমাণ হল ১২,৫০০ টাকা (২.৫ লক্ষ টাকার ৫ শতাংশ)৷ এমন পরিস্থিতিতে, আয়কর আইনের ৮৭ এ ধারায় ১২,৫০০ টাকারও ছাড় পাওয়া যায়। কারণ এই সমস্ত ছাড়ের সুবিধা গ্রহণ করে, আপনি ৫ লক্ষের স্ল্যাবে নেমে আসতে পারবেন। যার ফলে আপনাকে শূন্য কর দিতে হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর