শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট তৃণমূলের

বাংলাহান্ট ডেস্ক :অবশেষে অপেক্ষার অবসান। কলকাতাবাসীর জন্য এলো সুখবর। শিয়ালদহ মেট্রো স্টেশনের দরজা অবশেষে খুলে যাচ্ছে জনসাধারণের জন্য। কিন্তু শিয়ালদহ মেট্রো স্টেশনের (Sealdah Metro station) উদ্বোধন কে কেন্দ্র করে চাপানউতোর চলছেই।

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনের সময় আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে বিস্তর টানাপোড়েনের কারণে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। যদিও সূত্রের খবর, শাসক দলের বেশ কয়েকজন সংসদ বিধায়ক এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু তারা যেতে রাজি হননি।

   

জানা গিয়েছে, শেষ মুহূর্তে মেট্রো রেলের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে যায় । একই সঙ্গে, ওই এলাকার সাংসদ ও বিধায়কদেরও উপস্থিত থাকার কথা বলা হয়। আমন্ত্রিত সংসদ বিধায়কদের তালিকায় ছিল উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার বিধায়ক পরেশ পালের নাম। যদিও শাসকদলের এই সাংসদ বিধায়করা কী কারণে মেট্রোর উদ্বোধনে যাবেন না সেই বিষয়ে অবশ্য কোন স্পষ্ট ইঙ্গিত মেলে নিই।

sealdah metro station

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীকে যে ভাবে একেবারে শেষ লগ্নে মেট্রো প্রকল্পের উদ্বোধনের জন্য রেল কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে , তাতে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি তৃণমূলের জনপ্রতিনিধিরা। তাই দলের তরফ থেকেই এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে, শেষ মুহূর্তে আমন্ত্রণপত্র মুখ্যমন্ত্রীর কাছে গেলেও দুপুরের বিমানে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলেই মেট্রোর অনুষ্ঠানে হাজির হতে পারবেন না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর