‘কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে মহারাষ্ট্রে ঢুকতে দেব না’, কড়া হুঁশিয়ারি দিলেন উদ্ভব সরকারের মন্ত্রী রাজু শেট্টি

বাংলাহান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে উদ্ভব ঠাকরের নেতৃত্বে থাকা ক্ষমতাসীন জোট ‘স্বাভিমানি শেঠারী সংঘঠনের’ রাজু শেট্টি (raju shetty) কেন্দ্রের বিরুদ্ধে দিলেন কড়া হুঁশিয়ারি। কৃষক আন্দোলনের বিষয়ে কৃষকদের সমর্থন করে, তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রীদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করলেন রাজু শেট্টি।

রাজু শেঠি দাবি করেছেন– কেন্দ্র সরকারের কৃষি বিল সম্পূর্ণ কৃষকদের বিরুদ্ধে। এই নতুন আইন কৃষকদের আরও দুর্বল করে দিয়েছে। বড় ব্যবসায়ীরা এই বিলের কারণে অনেক সমস্যায় পড়বেন। কৃষকদের স্বার্থে এখানে এমএসপিরও উল্লেখ করা হয়নি।

Raju Shetty

কৃষি বিল সংক্রান্ত বিষয়ে বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছিলেন, নতুন এই কৃষি বিল কখনই কৃষকদের স্বার্থ বিরুদ্ধ নয়। এই বিলে কৃষকদের অনেক উপকার হবে। এমএসপি এখনও বাতিল করা হয়নি। কিন্তু তা সত্ত্বেও বিরোধীরা নিজেদের স্বার্থে কৃষকদের বিভ্রান্ত করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করে তুলছে।

প্রসঙ্গত, দিল্লীতে কৃষক আন্দোলন বড় আকার ধারণ করায় কৃষকদের সঙ্গে মঙ্গলবার কেন্দ্র সরকারের একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার (Narendra Singh Tomar), রেলপথ ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ। সেইসঙ্গে উপস্থিত ছিলেন ৩৫ টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা। প্রায় ২ ঘণ্টা ধরে তাদের মধ্যে বৈঠক চলে।

কৃষকদের সঙ্গে সরকার পক্ষের এই বৈঠক হওয়ার পর ৩ রা ডিসেম্বর দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করে আনার কথা বলেছে সরকার কর্তৃপক্ষ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর