বাংলাহান্ট ডেস্কঃ ‘কোথাও জল জমে নেই। ভোটারদের ভোট দিতে যেতে কোন সমস্যা হবে না’- নির্বাচনের দিন সকালে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim)। এমনকি বুধবার রাত ২টো পর্যন্ত খিদিরপুরে থেকে নিজে দাঁড়িয়ে থেকে জল কমানোর ব্যবস্থা তদারকি করেছে।
বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুর কেন্দ্রের বুথে বুথে ভোটদান পর্ব শুরু হয়ে গেছে। তবে বুধবার সারাদিন ধরে হওয়া নিম্নচাপের বৃষ্টির জেরে, বেশকিছু এলাকায় জল জমে গিয়েছিল। ভবানীপুর এবং খিদিরপুরেও জল জমতে দেখা গিয়েছিল।
তবে বৃহস্পতিবারের নির্বাচনের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় ওই এলাকার জল বের করার কাজ শুরু করা হয়। পুরসভার পক্ষ থেকে বুধবার রাতেই রিলে পাম্পিং করে খিদিরপুরের জল নামিয়ে দেওয়া হয়। পাশাপাশি জমা জল বের করে দেওয়া হয় ভবানীপুর থেকেও। রাত ২ টো অবধি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ করিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
সকাল হতেই বিভিন্ন বুথে বুথে ঘুরে ঘুরে ভোটদানের কাজ দেখেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ‘বডিগার্ড লাইনের জমা জল বের করা হচ্ছে। কোথাও জল জমে নেই। ভোটারদের ভোট দিতে যেতে কোন সমস্যা হবে না। বাড়ি থেকে বেরিয়েই তাঁরা সোজা বুথে গিয়ে ভোট দিতে পারবেন’।
Madan Mitra (TMC MLA) has purposely shut the voting machine here as he wants to capture the booth: Priyanka Tibrewal, BJP candidate for Bhabanipur by-poll at polling booth of ward number 72 pic.twitter.com/lFB5hQytTY
— ANI (@ANI) September 30, 2021
এদিকে আবার সকাল সকাল বিভিন্ন বুথ ঘুরে দেখেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সাড়ে ৭ টায় একটি কেন্দ্রে গিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন, ‘এখানে এরা ভোট দিতে দিচ্ছে না, মেশিন জ্যাম করে রেখেছে। বলছে মেশিন খারাপ আছে। কিন্তু ৬ টা থেকে তো মেশিন চেক করে নেওয়ার উচিৎ ছিল। কিন্তু এখন সাড়ে ৭ টা বেজে গেলেও, তা চেক করার সময় হয়নি’।