রক্তে ভেসে যাচ্ছে পুরো মুখ, পড়েছে ৩০টা সেলাই! গুরুতর আহত বাংলাদেশি গায়ক নোবেল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের গায়ক তথা জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পার প্রাক্তন প্রতিযোগী মইনুল আহসান নোবেলকে (nobel) নিয়ে বিতর্ক লেগেই রয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। শো ছাড়ার পর থেকেই কোনও না কোনও বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সে কোনও মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়েই হোক বা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কুরুচিকর মন্তব‍্য, বহুবার সমালোচনার মুখে পড়েছেন নোবেল।

তবে এবারে আর কোনো সমালোচনা বা বিতর্ক নয়, বরং নেটিজেনদের প্রশংসা কুড়ালেন নোবেল। এক ব‍্যক্তিকে নিশ্চিত পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিজে গুরুতর আহত হয়েছেন গায়ক। রীতিমতো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তাঁর শরীর। সেই রক্তাক্ত অবস্থার ছবিই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে এই খবর জানিয়েছেন নোবেল।


নোবেলের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর গোটা মুখ রক্তে ভেসে যাচ্ছে। ভ্রূতে গভীর ক্ষত। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এক বয়ষ্ক লোক অসতর্ক ভাবে রাস্তা পার হচ্ছিলো। তাঁকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০ টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারন লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’


অপর একটি ছবিতে নোবেলের ভ্রূতে ব‍্যান্ডেজ বাঁধা। ছবিগুলি শেয়ার করতেই প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন নোবেলের অনুরাগীরা। অনেকেই তাঁর প্রশংসা করেছেন এমন একটা মহৎ কাজের জন‍্য। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতার প্রার্থনাও করেছেন নেটজনতা।

সম্পর্কিত খবর

X