একাধিক সম্পর্কের পর তৃতীয়বারের জন‍্য বিয়ের পিঁড়িতে নোবেল! মুখ খুললেন গায়ক

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের গায়ক তথা জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পার প্রাক্তন প্রতিযোগী মইনুল আহসান নোবেলকে (nobel) নিয়ে বিতর্ক লেগেই রয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। শো ছাড়ার পর থেকেই কোনও না কোনও বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সে কোনও মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়েই হোক বা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কুরুচিকর মন্তব‍্য, বহুবার সমালোচনার মুখে পড়েছেন নোবেল।
সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে তৃতীয়বারের জন‍্য বিয়ের পিঁড়িতে বসেছেন নোবেল। মেহরুবা সালসাবিল নামে এক তরুণীর সঙ্গে এই নিয়ে তৃতীয়বারের জন‍্য গাঁটছড়া বেঁধেছেন তিনি। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন গায়ক। বাংলাদেশের এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, এসব কথাই গুজব ছাড়া কিছু নয়।
নোবেলের কথায়, ‘আমি বিয়ে করেছি এটা ঠিক। কিন্তু এটাই আমার প্রথম বিয়ে।’ বিয়ের আগে বহুবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। একথাও নিজেই স্বীকার করেন নোবেল। গত বছরের নভেম্বরে মেহরুবিনের সঙ্গে বিয়েটা একপ্রকার লুকিয়ে চুরিয়েই হয় তাঁর।

nobel
নোবেল আরও জানান, বিয়ের দিন তাঁর পরিবারের সকলে উপস্থিত থাকলেও মেহরুবিনের বাড়ির কাউকে জানানো হয়নি এ ব‍্যাপারে। তবে পরে তারা মেনে নেন সবই। তিনি তারকা। জানিয়ে বিয়ে করলে সংবাদ মাধ‍্যম, ভক্তদের ভিড় থাকত। তাই এই ব‍্যবস্থা বলে জানান নোবেল।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কুরুচিকর মন্তব‍্যের জন‍্য নোবেলের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ত্রিপুরা পুলিসের কাছে একাধিক ধারায় মামলাও দায়ের হয়েছে।
জানা গিয়েছে, ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল মামলা দায়ের করেছেন নোবেলের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগের প্রতিলিপি ইতিমধ‍্যেই স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাই কমিশন এবং ত্রিপুরা জেলা পুলিস সুপারের কাছে পাঠানো হয়েছে। ত্রিপুরা পুলিস সূত্রে খবর, এই অভিযোগের ভিত্তিতে ভারতে আসলেই গ্রেফতার করা হবে নোবেলকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর