দায়ের হল মামলা, ভারতে এলেই গ্রেফতার করা হবে নোবেলকে

বাংলাহান্ট ডেস্ক: গ্রেফতারি পরোয়ানা জারি হল বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেলের (nobel) বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সম্পর্কে কুরুচিকর মন্তব‍্যের জন‍্য নোবেলের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ত্রিপুরা পুলিসের কাছে একাধিক ধারায় মামলাও দায়ের হয়েছে।
জানা গিয়েছে, ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল মামলা দায়ের করেছেন নোবেলের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগের প্রতিলিপি ইতিমধ‍্যেই স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাই কমিশন এবং ত্রিপুরা জেলা পুলিস সুপারের কাছে পাঠানো হয়েছে। ত্রিপুরা পুলিস সূত্রে খবর, এই অভিযোগের ভিত্তিতে ভারতে আসলেই গ্রেফতার করা হবে নোবেলকে।

IMG 20200528 WA0028
সম্প্রতি সা রে গা মা পা খ‍্যাত বাংলাদেশি গায়ক মইনুল হাসান নোবেলকে নিয়ে তোলপাড় পড়ে যায় নেটদুনিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চা ওয়ালা’ বলে সম্বোধন করে কুরুচিপূর্ণ মন্তব‍্য করতে শোনা যায় তাঁকে। এরপরেই বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব‍্যাটেলিয়ন বা RAB ডেকে পাঠায় নোবেলকে।
সেখান থেকে ফিরেই তড়িঘড়ি আগের বিতর্কিত ভিডিওটি মুছে দিয়ে ক্ষমা প্রার্থনা করে একটি নতুন ভিডিও পোস্ট করেন নোবেল। ইদের শুভেচ্ছা জানিয়ে তিনি এই গোটাটাই আসলে ‘মার্কেটিং স্টান্ট’ ছিল। তাঁর গানের প্রচারের জন‍্যই তিনি এমনটা করেছিলেন। কেউ যদি দুঃখ পায় তার জন‍্য তিনি ক্ষমাপ্রার্থী।
এই ভিডিওটির পর নতুন করে সমালোচনা শুরু হয়েছে নোবেলকে ঘিরে। নিজের গানের প্রচারের জন‍্য কিকরে এমন গর্হিত একটা কাজ তিনি করতে পারলেন উঠেছে সেই প্রশ্নও।
তবে নোবেলকে নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগেও বাংলাদেশি ইউটিউবার তাহসিনেশনের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি। সেবারও তুমুল হইচই হয়েছিল বিষয়টা নিয়ে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর