সোশ্যাল মিডিয়ায় বিতর্ক, হাতে কাজের অভাব, লাখ টাকা থেকে এক ধাক্কায় পারিশ্রমিক কমালেন নোবেল

বাংলাহান্ট ডেস্ক: ওপার বাংলার গায়ক মইনুল আহসান নোবেল (Noble)। তাঁকে চেনেন না এমন মানুষ এপার বাংলাতেও বিরল। তিনি জনপ্রিয়তার চূড়ায় ওঠেন সারেগামাপা শোয়ের দৌলতে। শোতে রানার্স আপ হয়েছিলেন নোবেল। কিন্তু তারপর থেকেই জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি দুই বাংলায়। তাঁকে নিয়ে বিতর্ক হলেও একটা বড়সড় ফ্যানবেস রয়েছে তাঁর।

সোশ্যাল মিডিয়ায় নানান বিতর্কের জেরে লাইমলাইটে থাকেন নোবেল। কিন্তু তাঁর গানের ভক্তও কম নয় বাংলাদেশে। প্রচুর স্টেজ শো করেন তিনি। এক একটি শো পিছু পারিশ্রমিকের অঙ্কটাও চমকপ্রদ। কিন্তু সম্প্রতি নিজের পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন নোবেল। লক্ষ টাকা থেকে এক ঝটকায় কয়েক হাজারে নেমে এসেছেন তিনি।

noble

ওপার বাংলার এক নামী সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল বলেন, আগে তিনি শো পিছু ৩ লক্ষ টাকা করে নিতেন। এখন সেটা কমিয়ে এনেছেন ৬০ হাজারে। হঠাৎ এত বড় পরিবর্তন কেন? নোবেল বলেন, তাঁর একটা স্বপ্ন রয়েছে। জেমস, আইয়ুব বাচ্চুর মতো গানের অ্যালবাম তৈরি করতে চান তিনি।

আর এর জন্য প্রয়োজন অনেক টাকা। তার জন্য শো-ও বেশি করতে হবে। সেই কারণেই হঠাৎ করে এক ধাক্কায় নিজের পারিশ্রমিক কমিয়ে এনেছেন নোবেল। তিনি জানান, ইদের পর টানা পাঁচটি শো করতে চলেছেন তিনি। সারেগামাপা থেকে প্রাপ্ত খ্যাতি ভুলতে চান নোবেল। ‘ধার করা জনপ্রিয়তা’ নয়, নিজের দমে খ্যাতি অর্জন করতে চান তিনি।

সম্প্রতি নোবেলের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে শোরগোল পড়েছিল বাংলাদেশে। তিনি লিখেছিলেন, ‘জীবনে সব অপ্রত্যাশিত বিষয়ই ঘটে গিয়েছে। মাদক এবং মদ। আমার মাথায় ৭০ টা সেলাই পড়েছে, আর আমার প্রাক্তন স্ত্রী সেটা নিয়ে খুব খুশি। কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। শুধু যেটা বাকি আছে সেটা হল মৃত্যু! তোমাকে স্বাগত জানাই প্রিয়, তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত’।

নোবেলের পোস্টে অনেকে তাঁকেই দুষেছেন। তাঁদের মতে, কেরিয়ার নষ্ট হওয়ার জন্য তিনি নিজেই দায়ী। নোবেলের গান দুই বাংলার মানুষকেই ছুঁয়েছিল। কিন্তু তাঁর ঔদ্ধত্য, উচ্ছৃঙ্খল জীবন যাপন নষ্ট করে দেয় সবকিছু। তবে নোবেল বলেন, এখন অন্য কোনো দিকে তিনি তাকাতে চান না। তাঁর লক্ষ্য গানের অ্যালবাম বের করা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর