‘ভারতের পা চাটিনি, বরং ভারতবাসী আমার পা ধুয়ে পানি খাইসে’, ফের বেলাগাম ‘বেইমান’ নোবেল

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেল (Noble)। এপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা এর হাত ধরেই তাঁর উত্থান। নিজের গান দিয়ে বিচারক এবং দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। পেয়েছিলেন প্রাপ‍্য সম্মান। কিন্তু পরিবর্তে তিনি ফিরিয়ে দিলেন একরাশ ঘৃণা। যে দেশের শো তাঁকে পরিচিতি এনে দিল সেই দেশ সম্পর্কেই কুরুচিকর ভাষা প্রয়োগ করে বিতর্কে জড়ালেন নোবেল।

সঙ্গীত প্রতিভার দৌলতে গানের রিয়েলিটি শোতে বেশ জনপ্রিয়তা এবং ভালবাসা পেয়েছিলেন নোবেল। কিন্তু শো শেষে নিজের দেশে ফেরার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াতে থাকে তাঁর নাম। একাধিক বিষ্ফোরক অভিযোগ উঠতে থাকে নোবেলের বিরুদ্ধে। বহুবার বিতর্কিত মন্তব‍্য করেও সমালোচিত হয়েছেন তিনি। তবে এবারে কার্যত মাত্রা ছাড়িয়ে গিয়েছেন নোবেল।

Noble
টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে ৫ রানে পরাজিত হয় বাংলাদেশ। তারপর আবার পাকিস্তানের কাছে হারায় বিশ্বকাপ থেকে পাততাড়ি গোটাতে হয় তাদের। দেশের এই পরিণতিতে নোবেলের ক্ষোভ গিয়ে পড়ে ভারতের উপরে। সোশ‍্যাল মিডিয়ায় অত‍্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ শানান তিনি।

সোশ‍্যাল মিডিয়ায় একটি পোস্টে ছাপার অযোগ‍্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায় নোবেলকে। আইসিসি কে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলে তোপ দাগেন তিনি। শুধু তাই নয়, কমেন্ট বক্সেও অত‍্যন্ত কুরুচিকর, অশালীন ভাষা প্রয়োগ করেন তিনি ভারত সম্পর্কে।

এরপ‍র অবশ‍্য অনেকেই ছেড়ে কথা বলেননি নোবেলকে। আর তারপরেই আবারো নেটপাড়ায় বোমা ছোঁড়েন সঙ্গীতশিল্পী। ব‍্যঙ্গের সুরে তিনি লেখেন, ‘ভাই দেখ! আমি কোনও ভারত-টারতের পা চাটি নাই। বরং ভারতবাসী আমার পা ধুয়ে পানি খাইসে। টানা ১১ মাস।’

Noble 1
কিন্তু কমেন্টে তীব্র নিন্দা, সমালোচনার শিকার হয়ে পরক্ষণেই পোস্টটি ডিলিট করে দেন নোবেল। কিন্তু বিতর্কিত পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়তে দেরি হয়নি। যে থালায় খেয়েছে সেই থালাতেই এখন ছিদ্র করছে, এমন ভাবেই ‘বেইমান’ নোবেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটনাগরিকরা। তিনি যাতে আর কোনোদিন ভারতে ঢুকতে না পারেন সেটাও নিশ্চিত করার দাবি উঠেছে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর