নদীয়ার পঞ্চায়েত বোর্ড গঠন করলো বিজেপি, বিধানসভার আগে বড় ধাক্কা

কমল দত্ত,নদিয়াঃ নদিয়ার করিমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল বিজেপি। ২২ আসন বিশিষ্ট করিমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে গত ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বারোটি টি আসনে জয়লাভ করে বিজেপি।  আটটি আসন পায় শাসক দল তৃণমূল।  বাকি দুটি আসন দখল করে নির্দল প্রার্থীরা । যদিও সর্বাধিক আসন পাওয়া সত্বেও  বোর্ড গঠন করতে পারে বিজেপি । বিজেপির অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে ১২ টি আসন সত্ত্বেও তাদের বোর্ড গঠন করতে দেয়নি শাসক দল তৃণমূল। যদিও বিজেপির অভিযোগের কোনও ভিত্তি নেই বলে জানায়, স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে নির্বাচন হয় ওই পঞ্চায়েতে। এরপর একে একে কেটে গেছে ১৬ টি মাস। বিজেপির পক্ষে বোর্ড গঠন আর হয়ে ওঠেনি। ফলে ওই পঞ্চায়েতের বাসিন্দারা পড়েন ফ্যাসাদে।

বোর্ড গঠন না হওয়ায় ,  দিনের পর দিন নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হয় নাগরিকরা। ক্ষোভ বাড়তে থাকে বাড়তে থাকে পঞ্চায়েতের বাসিন্দাদের। স্থানীয় প্রশাসনের কাছে বিক্ষোভও দেখায় নাগরিকরা। সম্প্রতি রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দেখা করেন জেলা শাসকের সঙ্গে। ওই পঞ্চায়েতে দ্রুত বোর্ড গঠনের দাবি জানান তিনি। পাশাপাশি বোর্ড গঠন পক্রিয়া দ্রুত সম্পর্ণ করার আবেদন জানিয়ে উচ্চ আদালতে যায় বিজেপি।

 

উচ্চ আদালত  ছয় সপ্তাহের মধ্যে ওই পঞ্চায়েতের বোর্ড গঠন পক্রিয়া শেষ করার নির্দেশ দেয় জেলা প্রশাসন কে। সেই মতো নির্দেশের তিন সপ্তাহের মাথায় এদিন বোর্ড গঠনের পক্রিয়া শুরু করে প্রশাসন। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতে, একেবারে নির্বিঘ্নে শেষ হয় বোর্ড গঠন প্রক্রিয়া। বিজেপির পক্ষে প্রধান ও উপ প্রধান নির্বাচিত হন যথাক্রমে, মনীষা মালাকার ও সোমা সাহা ভট্টাচার্য।

এদিন করিমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এর বোর্ড গঠন যাতে নির্বিঘ্নে শেষ হয়, তার জন্য পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। বিজেপি জেলা সভাপতি (উত্তর) মহাদেব সরকার জানান, অবশেষে গণতন্ত্রের জয় হল।

IMG 20190827 WA0307 তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী হয়ে এই পঞ্চায়েতে বিজেপি কে বোর্ড গঠনে বাধা দেয়। ফলে দীর্ঘ পনের মাস এখানকার নাগরিকদের, তাদের নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছিল।

Udayan Biswas

সম্পর্কিত খবর