ফের কলেজে তৃনমুল ও বিজেপি মারপিট, আহত বহু

কমল দত্ত,নদিয়াঃ ফের অশান্তি নদিয়ার হরিনঘাটা কলেজ।সুত্রের খবর টি এম সি পি ছাত্র সংগঠনের সাথে এভিবিপি ছাত্র সংগঠনের ঝামেলা বাধে।এভিবিপি ছাত্রদের অভিযোগ হঠাত করে টিএম সিপি ছাত্ররা এভিবিপি ছাত্রদের মারধর করতে শুরু করে।ঘটনার সময় পুলিশ সামনে থাকলেও তা নিরব দর্শকের ভুমিকা পালন করতে দেখা জায়।

রিতীমত পুলিশের সামনের দুই ছাত্র সংগঠনের মধ্যে ধস্তাধতি হয়।আহত হয় দুই এভিবিপি ছাত্র সহ এক কলেজ ছাত্রী।কিছুক্ষনের মধ্যে উতপ্ত হয়ে ওঠে ওই কলেজের পরিস্থিতি। এর পর বিশাশ পুলিশ বাহিনী চলে আসে।এভিবিপি ছাত্রদের অভিযোগ টি এম সিপি ছাত্ররা কলেজের অভ্যন্তরে জা করছে তা এককথায় শিক্ষাংগনে অরাজকতা সৃস্টি করছে।এবিষয়ে তৃনমুল নেতা চঞ্চল দেবনাথ জানান তাদের ছাত্র সংগঠনের নেতারা এই ঘটনার সাথে যুক্ত নয়।

6c79956d a87c 4c82 9ebd 20699afbfad2বরং উলটে দায় চাপালেন বিজেপির ছাত্র সংগঠন এভিবিপি ঘাড়ে।তিনি জানান বেশকিছু বহিরাগত দুস্কৃতিরা এসে এই ঝামেলা করছে।কলেজের বেশির ভাগটায় তৃনমুল ছাত্রদের দখলে।

Udayan Biswas

সম্পর্কিত খবর