বাংলাহান্ট ডেস্ক : যত সময় গেছে ততই উন্নত হয়েছে প্রযুক্তি। সময়ের সাথে তাল মিলিয়ে বদল এসেছে আমাদের মোবাইল ফোনেও। এখন প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন। স্মার্টফোন ছাড়া একটা মুহূর্তও চলা অসম্ভব আমাদের কাছে। স্মার্টফোনের বাজারে এন্ড্রয়েড ফোনের পাশাপাশি রয়েছে আই ফোনের দাপট।
অ্যাপেল ছাড়াও পৃথিবী জুড়ে স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে Mi, Vivo, Oppo এর মতো সংস্থাগুলি। যদিও কিছু বছর আগে পর্যন্ত এই চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কয়েক বছর আগে অবধি মোবাইলের বাজারে রাজত্ব করেছে নোকিয়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলি ছাড়াও পৃথিবীর বহু দেশে নোকিয়ার ফোন ছিল হট কেক।
আরোও পড়ুন : বত্রিশেই সব শেষ! প্রয়াত বিতর্কিত মডেল পুনম পাণ্ডে, ঠিক কী হয়েছিল অভিনেত্রীর ?
যদিও পরবর্তীতে শাওমি, ভিভো, অপ্পো, স্যামসাংয়ের মতো সংস্থাগুলির কাছে প্রতিযোগিতায় বেশ কিছুটা পিছিয়ে যায় নোকিয়া। তবু আজও বহু মানুষের ভরসার ও বিশ্বাসের একটি নাম নোকিয়া। ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠান জানাচ্ছে যে আর তারা নোকিয়া নামে স্মার্টফোন তৈরি করবে না। এই খবর সামনে আসার পর বহু নোকিয়া ভক্ত হতাশ।
কিছুদিন পর থেকে আর হয়ত কারোর হাতে নোকিয়া ব্র্যান্ডের ফোন দেখতে পাবেন না। এইচএমডি গ্লোবাল জানিয়েছে তারা নোকিয়া নামের স্মার্টফোন আর তৈরি করবে না। এর বদলে নিজস্ব ব্র্যান্ডিং নামের স্মার্টফোন বাজারে ছাড়বে সংস্থা। নোকিয়ার বদলে এই সংস্থা HMD নামের ব্র্যান্ডিং করে বাজারে স্মার্টফোন নিয়ে আসতে চলেছে।