বাংলা হান্ট ডেস্ক: টেকপ্রেমীদের কাছে Nokia-র মোবাইলগুলি বরাবরই পছন্দের তালিকায় একদম শীর্ষে থাকে। পাশাপাশি, গ্রাহকদের চাহিদার কথা মাথা রেখে এবং যুগের সাথে তাল মিলিয়ে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে সংস্থাটি। সেই রেশ বজায় রেখেই এবার সামনে এল Nokia-র নতুন একটি স্নার্টফোনের প্রসঙ্গ। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
মূলত, আজ আমরা আপনাদের কাছে Nokia C2 2nd Edition-এর ব্যাপারে জানাবো। Nokia ইতিমধ্যেই তাদের এই অত্যাধুনিক স্মার্টফোন বাজারে এনেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৬,৫৪০ টাকায়। যদিও কোম্পানি এই স্মার্টফোনটি এখনও ভারতীয় বাজারে লঞ্চ করেনি। তবে শীঘ্রই তারা এটি ভারতীয় বাজারে লঞ্চ করে কম বাজেটের ফোনের ক্ষেত্রে গ্রাহকদের কাছে একটি ভালো বিকল্প উপস্থাপিত করতে পারে।
Nokia C2 2nd Edition-এর দুর্দান্ত ফিচার্স: প্রথমেই জানিয়ে রাখি যে, Nokia C2 2nd Edition-এ 6.3 ইঞ্চির HD+ রেজোলিউশনের ডিসপ্লে উপলব্ধ থাকে। পাশাপাশি, এই স্নার্টফোনের সাইজ হল 160.6 x 74.3 x 8.75mm এবং ওজন হল 177.4g। এদিকে, Nokia C2 2nd Edition স্মার্টফোনে আপনি 1GB এবং 2GB RAM-এর অপশন পাবেন। পাশাপাশি, আপনি এই স্মার্টফোনটিতে 32 GB-র ইন্টারনাল স্টোরেজও পাবেন। Nokia C2 2nd Edition ডিভাইসটি Android 11 Go Edition-এ চলে। মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর এই স্মার্টফোনে উপলব্ধ থাকে।
প্রসেসর: Nokia C2 2nd Edition স্মার্টফোনটি Unisoc SC9863A1 দ্বারা চালিত হয়। এটি পুরোনো 28nm নোডে নির্মিত একটি চিপসেট। এতে আটটি Cortex-A55 কোর (4x 1.6GHz + 4x 1.2GHz) এবং একটি PowerVR IMG 8322 GPU রয়েছে।
Nokia C2 2nd Edition স্মার্টফোনের দাম: জানা গিয়েছে, Nokia-র এই স্বল্পমূল্যের স্মার্টফোনটি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। তবে, সম্প্রতি এই স্মার্টফোনটি বিদেশে লঞ্চ করা হয়েছে। সেই দাম অনুযায়ী, এটি প্রায় ৬,৫৪০ টাকায় পাওয়া যাবে। এমতাবস্থায়, এই ফোনটি কম বাজেটে আধুনিক সেগমেন্টের সেরা স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হবে।