এবার কি তবে জেলে যেতে চলেছেন শুভেন্দু? BJP নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের, কিন্তু কেন?

বাংলা হান্ট ডেস্কঃ ‘হিন্দুরা যদি এবারও না জাগে, তবে তাদেরকে পরবর্তী সময় ধর্ম পরিবর্তন করতে হবে। এরা আসলে সন্ত্রাস করে হিন্দুদের শূন্য করে দেওয়ার পক্ষে’, সম্প্রতি এভাবেই একের পর এক সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), আর এ সকল মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার বিজেপি (Bharatiya Janata Party) নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হলো, যা কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাংলার সর্বত্র।

সাম্প্রতিক সময়ে বাংলার বুকে সন্ত্রাস থেকে শুরু করে দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য রেখে চলেছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করতেও দেখা যায় তাঁকে। গত ২০ এবং ২৪ শে অক্টোবর পরপর দুটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন তিনি, যার পরিপ্রেক্ষিতে এবার শুভেন্দুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করলেন এক আইনজীবী।

সাম্প্রদায়িক ইস্যুতে সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেন, “লক্ষ্মীপুজোর দিন বাংলাদেশের নোয়াখালীতে দশ হাজার হিন্দু হত্যা করে জেহাদীরা। পাশাপাশি আমাদের মোমিনপুর, খিদিরপুর এবং ইকবালপুরের মত এলাকায় অসংখ্য হিন্দুদের দোকান এবং বাড়ি জ্বালানো হয়। ২০ বছর আগে এই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের জনসংখ্যা ৫০ শতাংশের উপর থাকলেও বর্তমানে সেই শতাংশ ২০-র নিচে নেমেছে। এরা আসলে হিন্দুদের শূন্য করে দিতে চায়।”

এখানেই ক্ষান্ত থাকেননি বিরোধী দলনেতা। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “হিন্দু শূন্য হলে আফগানিস্তানের মত অবস্থা হবে। ধর্ম এবং দেশ ছাড়তে বলবে। ওদিকে বাংলাদেশ, পাকিস্তান এবং এদিকে বঙ্গোপসাগর। হয় জলে ঝাঁপ দিতে হবে, নয়তো ইসলামিক দেশগুলোতে গিয়ে ধর্ম বদলাতে হবে। এখন যদি আপনারা (হিন্দু) না জাগেন, তাহলে আর কবে জাগবেন?” আর এ সকল মন্তব্যের জেরেই এবার জামিন অযোগ্য ধারে মামলা দায়ের করা হলো বিজেপি নেতার বিরুদ্ধে।

Untitled design 69

যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “অতীতে এরকম অনেক মামলা হয়েছে। আইনজীবীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে।”


Sayan Das

সম্পর্কিত খবর