অবাঙালি হওয়ায় খাস কলকাতায় প্রাণে মারার হুমকি যুবককে! লালবাজারে দায়ের হল অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ ‘শশাঙ্ক সিংহ আমি জানি তুমি কলকাতার কোথায় থাক। দু’দিনের সময় দিচ্ছি। বাংলা থেকে পালাও। না পালালে টুকরো-টুকরো করে কেটে কুকুরকে খাইয়ে দেব। হিন্দিভাষী অনেকেই এখানে আছে। একজনকে বলি দিলে কারও কিছু যায় আসবে না।”

এটা কোনও গল্প নয়। এটা আসল ঘটনা। কলকাতার বাসিন্দা হিন্দিভাষী শশাঙ্ক সিংহকে এভাবেই হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শশাঙ্ক সিংহ টুইটারে @BefittingFacts নামে বিখ্যাত। শশাঙ্ককে যে হুমকি দিয়েছিল, সে @rosso_alpha নামের টুইটার হ্যান্ডেল চালায়। আপাতত তাঁর অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়েছে।

হুমকি পাওয়ার পরই শশাঙ্ক কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। শশাঙ্ক জানিয়েছে যে, আমি চাই কলকাতা পুলিশ এই বিদ্বেষ ছড়ানো মানুষকে যেন তাড়াতাড়ি গ্রেফতার করে কড়া শাস্তি দেয়।

Shashank Singh Kolkata Death threat 3

৬ জুন রাত ১১ঃ৪০ নাগাদ শশাঙ্ক এই হুমকি পেয়েছিল। এরপর সে ৭ জুন লালবাজার সাইবার ক্রাইম দফতরে লিখিত অভিযোগ দায়ের করে। নিজের দায়ের করা অভিযোগে শশাঙ্ক তাঁকে প্রাণে মারার হুমকির পাশাপাশি রাজ্যে বাঙালি আর অবাঙালিদের মধ্যে বৈষম্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর