বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো, লক্ষ্মীপুজো সব মিটিয়ে বাঙালি আবার ঘরে থিতু, টেলিভিশনে চোখ। যেসব সিরিয়াল, নন ফিকশন শো (Non Fiction Show) গুলির টিআরপি কম ছিল এখন দর্শক ফিরতেই আবারো উর্দ্ধমুখী টিআরপি। এ সপ্তাহে সিরিয়ালের টিআরপি তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। আগের তুলনায় টিআরপি কমেছে সব সিরিয়ালেরই। নম্বর কমেছে বিভিন্ন চ্যানেলের নন ফিকশন শোগুলিরও।
নন ফিকশন শো গুলির মধ্যে মূলত টক্কর চলে দিদি নাম্বার ওয়ান, সারেগামাপা এবং ডান্স ডান্স জুনিয়রের মধ্যে। এ সপ্তাহে ছক্কা মেরে বেরিয়ে গিয়েছে ‘দিদি নাম্বার ওয়ান’। আসলে সানডে স্পেশ্যাল পর্বে প্রথম বার এসেছিলেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু, সিদ্ধার্থ ওরফে আদৃত রায় এবং মিঠাইয়ের তিন অনস্ক্রিন ননদ দিয়া, কৌশাম্বী এবং ঐন্দ্রিলা।
এই প্রথম বার দিদি রচনা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে সৌমিতৃষা। প্রোমো দেখানোর পর থেকেই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। মিঠাই ম্যাজিক টিআরপি তালিকায় আর না চললেও দিদি নাম্বার ওয়ানের টিআরপি কিন্তু বেশ বাড়িয়ে দিয়েছে। সানডে স্পেশ্যাল পর্বে ৫.১ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষস্থান দখল করেছে দিদি নাম্বার ওয়ান।
দু নম্বরে রয়েছে জি এর আরেক জনপ্রিয় নন ফিকশন শো ‘সারেগামাপা’। তবে এ সপ্তাহে সারেগামাপার টিআরপি অনেকটাই কমে গিয়েছে। দূর্গাপুজো স্পেশ্যাল পর্বে অভিজিৎকে অতিথি করে আনলেও কাঙ্খিত টিআরপি পায়নি সারেগামাপা। ৪.৩ নম্বর পেয়েছে গানের রিয়েলিটি শোটি।
বরং এ সপ্তাহে চমকপ্রদ ফল করেছে স্টারের ‘ডান্স ডান্স জুনিয়র ৩’। দেব রুক্মিনী মৈত্রর জুটি টিআরপি তুলতে ব্যর্থ হয়েছিল। উপরন্তু ক্যাপ্টেনদের নাচের অপারদর্শিতা নিয়েও অনেক ট্রোল হয়েছে। কিন্তু বেশিরভাগ পর্বে কোনো না কোনো তারকাকে এনে টিআরপি বাড়াতে সক্ষম হয়েছে ডান্স ডান্স জুনিয়র ৩। মৌনি রায়ের পর কোয়েল মল্লিক এসে শোয়ের টিআরপি অনেকটাই বাড়িয়ে দিয়েছেন।
৪.১ পয়েন্ট নিয়ে দু নম্বরেই রয়েছে স্টারের নন ফিকশন শো। তুলনায় হাল অত্যন্ত বেহাল জি এর কুকারি শো ‘রান্নাঘর’। সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়কে ঘিরে একের পর এক বিতর্ক, ট্রোল সম্ভবত প্রভাব ফেলছে শোয়ের টিআরপিতেও। মোটে ১.০ টিআরপি পেয়েছে রান্নাঘর।