‘৭ দিনের মধ্যে ৬% সুদ-সহ বকেয়া মেটাতে হবে রাজ্যকে..,’ নবান্নে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র (DA) দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের (Government Employees) একটা অংশ। তবে দাবিপূরণ হয়নি। ২০২৫-‘২৬ অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মাত্র ৪% ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে মমতা সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী, এপ্রিল মাস থেকেই রাজ্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু এখানেও উঠছে অভিযোগ।

সমস্যায় সরকারি পেনশন প্রাপকেরা! Government Employees

অভিযোগ, এপ্রিল মাসের পেনশনের সঙ্গে বর্ধিত ডিএ পাননি রাজ্য সরকারের পেনশন প্রাপকেরা। এবার সেই ইস্যুতে মুখ‍্যসচিব মনোজ পন্থকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। চিঠিতে সুপ্রিম কোর্টের অতীতের রাযয়ের উল্লেখ করেছে যৌথ মঞ্চ। বলা হয়েছে যে বা যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাদের সকলকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

এখানেই শেষ নয়, চিঠিতে দাবি, আগামী সাত দিনের মধ্যে রাজ্য সরকারকে ক্ষতিগ্রস্ত পেনশনধারীদের বার্ষিক ৬ শতাংশ সুদ-সহ যাবতীয় বকেয়াও মিটিয়ে দিতে হবে। উল্লেখ্য, মাসিক পেনশনের টাকার উপর নির্ভর করে থাকে রাজ্যের বহু পরিবার। এভাবে সরকারের ভুলের ফলে আর্থিক সমস্যায় পড়েছেন বহু পেনশনপ্রাপক।

ভিডিও দেখুন: https://youtu.be/NdWkByXPVUM?si=fHojSxfKJQrxnQKW

উল্লেখ্য, চলতি বাজেটে ৪% শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মীদের। এতদিন ১৪% হারে ডিএ পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। এবারে সেই ডিএ-র পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। বাজেটের ঘোষণায় বলা হয়েছিল, পয়লা এপ্রিল ২০২৫ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। সেই মতো বর্ধিত হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। তবে অভিযোগ, রাজ্য সরকারের পেনশন প্রাপকেরা সেই বর্ধিত ডিএ পাননি।

আরও পড়ুন: আর থাকবে না পড়শি দেশের অস্তিত্ব? ভারতের সাথে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের অন্দরে শুরু ভয়াবহ যুদ্ধ

রাজ্য সরকারের ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধিতে একেবারেই খুশি হননি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বারেবারে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘভাতার পার্থক্যের কথা উঠে এসেছে সরকারি কর্মীদের মুখে। বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Nabanna

এদিকে কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ২ শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। যা চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৫ শতাংশ। যার জেরে এ রাজ্যের সরকারি কর্মীদের (State Government Employees) মধ্যে অসন্তোষ আরও বেড়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X