বিয়ের মরশুমে বলিউডে নতুন জুটি! গোয়ায় একান্তে সময় কাটাতে গিয়ে ধরা পড়লেন নোরা-গুরু রানধাবা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: খাতায় কলমে প্রেমের মাস এখনো শুরু হয়নি। কিন্তু টিনসেল টাউনের আকাশে বাতাসে ভাসছে প্রেমের গুঞ্জন। একের পর এক যেমন তারকাদের বিয়ে হয়ে যাচ্ছে, তেমনি রাখঢাক না করে সম্পর্ককে প্রকাশ‍্যেও আনছেন অনেকেই। এই তালিকায় সম্ভবত জুড়তে চলেছে দুই নতুন নাম, নোরা ফতেহি (nora fatehi) ও গুরু রানধাবা (guru randhawa)। হ‍্যাঁ, এরাই নাকি বলিউডের নতুন হট কাপল, এমনটাই সন্দেহ করছেন নেটনাগরিকরা।

সন্দেহের কারণ? আসলে সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় দুটি ছবি ঘুরে বেড়াচ্ছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে গোয়ার সমুদ্র সৈকতে একান্তে সময় কাটাচ্ছেন নোরা ও গুরু। জল ঠেলে হাঁটতে হাঁটতে নিজেদের মধ‍্যে গল্প করছেন তাঁরা। বেশ হাসিখুশি মেজাজেই দেখা মিলেছে দুজনের। নোরার পরনে একটি কালো শর্টস ও ক্রপ টপের মতো করে পরা ক‍্যাজুয়াল টিশার্ট। পাশে গুরু রানধাবার পরনে ধূসর রঙা বিচের পোশাক।


সোশ‍্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়া মাত্রই উচ্ছ্বাস উপচে পড়েছে নেটিজেনদের। একজন প্রশ্ন করেছেন, এঁরা কি বলিউডের নতুন জুটি? আরেকজনের বক্তব‍্য, দুজনের মিউজিক ভিডিও বেরোনোর সময়েই তাঁদের জুটি হিসাবে দেখার ইচ্ছা ছিল। আবার অনেকে ট্রোলও করেছেন। নোরা ছাড়া আর কাউকে পেলেন না পঞ্জাবি গায়ক? প্রশ্ন তুলেছেন একজন‌। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি গুরু রানধাবা বা নোরা।

https://www.instagram.com/p/CXVlqnRq_U1/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, ২০০ কোটি টাকার একটি আর্থিক প্রতারণা মামলায় জ‍্যাকলিনের পাশাপাশি নোরা ফতেহিকেও সমন পাঠিয়েছিল ইডি। শোনা যায়, সুকেশ তাঁকেও প্রচুর দামি উপহার দিয়েছিলেন। জ‍্যাকলিনকে নতুন করে সমন পাঠাতে চলেছে ইডি। তবে নোরাকেও ফের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে কিনা তা জানা যায়নি।

সম্পর্কিত খবর

X