এতদিনেও শিক্ষা হল না! করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েই মাস্ক ছাড়া জনসমক্ষে নোরা, শুরু ব‍্যাপক ট্রোল

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই করোনা (corona) আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন নোরা ফতেহি (nora fatehi)। মারণ ভাইরাসের ধাক্কায় বেশ বেকাবুই হয়ে পড়েছিলেন তিনি। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েই জনসমক্ষে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। তাও আবার মাস্ক ছাড়া! ফলস্বরূপ ট্রোলও হতে হয়েছে নোরাকে।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘অবশেষে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনাদের সবার প্রার্থনা ও সুন্দর বার্তার জন‍্য ধন‍্যবাদ। সময়টা কঠিন ছিল। শক্তি ও ক্ষমতা ফিরে পাওয়ার জন‍্য ফের কাজ শুরু করব আমি। সবাই সুস্থ থাকুন’। নেগেটিভ রিপোর্ট আসার পর প্রথম বারের মতো সর্বসমক্ষেও দেখা গিয়েছে নোরাকে। কিন্তু তাঁর মুখে ছিল না মাস্ক।

Nora Fatehi 1 1024x768 1
ব‍্যস, সুস্থ হতে না হতেই একপ্রস্থ ট্রোলের মুখে পড়েছেন মরোক্কান সুন্দরী। একজন কটাক্ষ করেছেন, এতদিন শয‍্যাশায়ী থেকেও শিক্ষা হল না নোরার! লজ্জা শরম নেই বলেও অনেকে বিদ্রূপ করেছেন তাঁকে। তিনিই করোনা ছড়াচ্ছেন বলে দাবি করেছেন কয়েকজন।

https://www.instagram.com/reel/CYjCoM3FLVG/?utm_medium=copy_link

 

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা লেখেন, ‘দূর্ভাগ‍্যবশত আমি এখন করোনার সঙ্গে লড়াই করছি। সত‍্যি বলতে করোনা আমাকে খুব বড় ধাক্কা দিয়েছে! গত কয়েকদিন ধরে চিকিৎসকদের পরামর্শে আমি সম্পূর্ণ শয‍্যাশায়ী। সবাই দয়া করে সচেতন থাকুন, ঠিক করে মাস্ক পরুন। এটা ভিন্ন ভিন্ন ভাবে সবাইকে আক্রমণ করছে।

আমি খুব বাজে ভাবে সংক্রমিত হয়েছি। যে কেউই সংক্রমিত হতে পারে। আমি এখন সুস্থ হওয়ার চেষ্টা করছি, সেটাই সবথেকে বড় ব‍্যাপার। স্বাস্থ‍্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই। যত্ন নিন, সাবধানে থাকুন।’

Niranjana Nag

সম্পর্কিত খবর