গার্ডেনরিচের পর বাগদা! বিএসএফের তৎপরতায় উদ্ধার আড়াই কেজি সোনার বিস্কুট, তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা (Kolkata) থেকে বাগদা (Bagda), শনিবার বাংলার একের পর এক প্রান্ত থেকে উদ্ধার বিপুল পরিমাণ সম্পত্তি। কোথাও কোটি কোটি নগদ অর্থ, আবার কোথাও বিপুল পরিমাণ সোনা। গার্ডেনরিচে (Garden Reach) ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে ১৫ কোটির বেশি নগদ অর্থ উদ্ধার করার পাশাপাশি বাগদা থেকেও প্রায় ১ কোটি টাকা মূল্যের আড়াই কেজি সোনা উদ্ধার করল বিএসএফ (BSF), যা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।

শনিবার সোনা চোরাচালানকারীকে পাকড়াও করে বিএসএফ জওয়ানরা। সূত্রের খবর, ইতিমধ্যে অভিযুক্তর কাছ থেকে আড়াই কেজি ওজনের ২১ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ১ কোটি টাকা।

উত্তর ২৪ পরগনার বাগদার ভারত বাংলাদেশ সীমান্ত অন্তর্গত মামা ভাগ্নে গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে পাকড়াও করে বিএসএফ জওয়ানরা। বাংলাদেশ থেকে ভারতে আসার সময় সন্দেহের বশে তাকে ধরতেই চমকে যায় সকলে।

বিএসএফ সূত্রে খবর, বালতি এবং প্লাস্টিকের বোতল সমেত পাকড়াও করা হয় এক সন্দেহভাজন ব্যক্তিকে। পরবর্তীতে বালতি এবং প্লাস্টিকের বোতল থেকে ২১ টি সোনার বিস্কুট উদ্ধার করে তারা। আড়াই কেজির বিস্কুটগুলির মূল্য প্রায় এক কোটি টাকা। পরবর্তীতে চম্পটও দেয় ওই ব্যক্তি।

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে আরো একটি অভিযান চালিয়ে ১৯ টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ আধিকারিকরা। এখানেই শেষ নয়, গত জুলাই মাসে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার হয়; এক্ষেত্রে বনগাঁর গুনারমাঠ এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে সেনা। সাড়ে ২২ কোটি টাকার মূল্যের সোনার বিস্কুট, সোনার বার এবং কয়েন উদ্ধার মামলায় শোরগোল পড়ে যায় সর্বত্র আর বর্তমানে ফের একবার উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। তবে সীমান্ত এলাকায় বারংবার সোনা পাচারের ঘটনা ঘটে যাওয়ার পিছনে কাদের হাত রয়েছে, তা জানতেই বর্তমানে তৎপর হয়ে উঠেছে বিএসএফ।

Sayan Das

সম্পর্কিত খবর