বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে যখন চাকরির সংকট চলছে দেশ জুড়ে, সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য রইলো খুশির খবর। উত্তর 24 পরগনা জেলার ডিএম অফিসের পক্ষ থেকে জারি নির্দেশিকা সম্পর্কিত সকল প্রক্রিয়া দেওয়া রইলো নীচে। সম্প্রতি, উত্তর 24 পরগনা জেলার ডিএম অফিসের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যার মাধ্যমে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই centre administrator এবং case worker পদে একাধিক কর্মী নিয়োগ করা হতে চলেছে। আপনি যদি এই কাজের জন্য আগ্রহী হন, তাহলে নীচে দেওয়া রইলো যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য।
পদের নাম:
1. centre administrator
2. case worker
পদের সংখ্যা: এক্ষেত্রে মোট 3 টি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে।
1. centre administrator – 1 টি
2. case worker – 2 টি
কাজের সময়সীমা: ফুল টাইম।
স্যালারি:
1. centre administrator – এক্ষেত্রে আপনার বেতন হতে চলেছে প্রতি মাসে 30000 টাকা।
2. case worker – এই পদে বেতনের পরিমান 15000 টাকা/মাস।
আবেদন মূল্য: এই পদে আবেদন করার জন্য কোনো রকম মূল্য লাগবে না।
বয়স সীমা:
1. centre administrator – এক্ষেত্রে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত সীমা ধার্য করা হয়েছে।
2. case worker – সর্বোচ্চ সীমা 35 বছর।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করার জন্য আপনাকে নূন্যতম স্নাতক পাস হতে হবে। এক্ষেত্রে স্নাতক ডিগ্রি অবশ্য যেকোনো শাখাতেই হতে পারে। বাংলা এবং ইংরেজি বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং সেই সঙ্গে চাই কম্পিউটারের অভিজ্ঞতা। কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা অগ্রাধিকার পাবেন, তবে মূল বিষয়টি হলো আপনাকে উত্তর 24 পরগনা জেলার স্থায়ী মহিলা বাসিন্দা হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আপনি অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন।
1. North24parganas.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম দিয়ে রেজিস্টার করে তারপর ফর্ম ফিলাপ করতে হবে।
2.এরপর পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার স্ক্যান করতে হবে এবং পরবর্তীতে documents দিয়ে সাবমিট করে দিন।
আবেদনের তারিখ: 31/05/2022 থেকে 10/06/2022।
নিয়োগ পদ্ধতি:
কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই এই পদে নিয়োগ হতে চলেছে। এক্ষেত্রে মূলত তিনটি জিনিস লাগবে।
1. একাডেমিক নম্বর
2. কম্পিউটার টেস্ট
3. ইন্টারভিউ