বাংলা হান্ট ডেস্কঃ সংবাদ শিরোনামে এখন শুধুই সন্দেশখালি। রেশন দুর্নীতির শেখ শাহজাহান থেকে শুরু করে মহিলা নির্যাতনের মত অভিযোগ। গত দেড়মাস থেকে বাংলার হটস্পট উত্তর ২৪ পরগনার এই এলাকা। ফেব্রুয়ারীর শুরু থেকে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অত্যাচার, মহিলা নির্যাতনের অভিযোগ তুলে জ্বলছে সন্দেশখালি (Sandeshkhali)।
এলাকার বেতাজ বাদশা শাহজাহান শেখ ও তার সঙ্গী উত্তম, শিবুদের শাস্তির দাবি জানিয়ে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালির মানুষেরা। পুলিশি ‘তৎপরতায়’ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল (Trinamool Congress) নেতা শিবু হাজরা , উত্তম সর্দার। এখনও অধরা মূল মাথা শাহজাহান। এরই মধ্যে নিত্যদিন বিস্ফোরক সব অভিযোগ উঠে আসছে সেখানের পীড়িত মানুষগুলোর মুখ থেকে। একজন তো জানালেন সন্দেশখালিতে নাকি ভোটই হয় না। এমনটাও হয় নাকি?
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গত ১৩ বছর হল ভোট দেননি ভোটারদের একটা বড় অংশ। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-র হয়ে দাঁড়ানোর কথা ভেবেছিলেন আরতি পাত্র নামে এক স্থানীয় অতি সাধারণ মহিলা। তবে ভাবনাতেই শেষ। আরতির অভিযোগ, ভোটে দাঁড়ানোর কথা পাঁচকান হতেই তার বাড়িতে চলে এসেছিল ‘সাদা থান’। এক সংবাদমাধ্যমের সামনে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানালেন আরতিদেবী। ভেঙে পড়লেন কান্নায়।
তবে কাদের বিরুদ্ধে অভিযোগ? কে বা কারা তার বাড়িতে সাদা থান পাঠালেন? এবারেও অভিযোগ উঠল সন্দেশখালির তৃণমূল নেতা শিবু হাজরা ও শাহজাহানদের বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগ তুলে আরতি বলেন বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর কথা ছিল। তবে মনোনয়ন তুলতে গেলে তাকে মারধর পর্যন্ত করা হয়।
আরতিদেবী বলেন, শাহজাহান-শিবু-উত্তমরা এরা তিনটে মাথা। আর এদের অনেক চ্যালা আছে। ১৩ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। ছাপ্পা চলে। লোক ডেকে ডেকে নিয়ে গিয়ে কালি লাগিয়ে দেয়। পুলিশের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, পুলিশ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। মুখে আওয়াজ নেই। ভিডিয়ো গেম খেলতে ব্যস্ত।
আরও পড়ুন: মিলবে এককালীন ২৫ হাজার টাকা, হবে কর্মসংস্থান, কারা পাবেন? বিরাট ঘোষণা মমতার
তবে ক্যামেরার সামনে এসব বলায় রাতে শাহজাহানদের চ্যালারা এসে আবার কোন অত্যাচার চালাবে সেই আশঙ্কার কথাও উঠে এল সন্দেশখালির আরতিদেবীর মুখে। উঠে এল নারী নির্যাতনের অভিযোগও। বললেন, ” আমার বড় বৌমাকে দেখতে সুন্দর। দেখতে পেলেই তো রাতে তুলে নিয়ে যাবে। তার জন্য আমার বৌমাকে এখানে রাখিনি। বড় ছেলের সাথে ও বাইরে থাকে।”