North Bengal: জাতীয় সড়কে গাড়ি হাইজ্যাক করে লুঠ শুটকি মাছের বস্তা, উত্তরবঙ্গে গ্রেফতার ৪ শুটকি চোর

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সময়ে খবরে আমরা বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী লুঠ হতে দেখি। কিন্তু এবার এমন একটি খবর আমরা পাচ্ছি যেখানে জানা যাচ্ছে যে রীতিমতো লরি হাইজ্যাক করে দুষ্কৃতীরা লুট করেছে শুটকি মাছের বস্তা। ঘটনাটি ঘটেছে ঘোকসাডাঙ্গা থানা এলাকায়। পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে চারজন অভিযুক্তকে।

গত মঙ্গলবারের এই ঘটনাটি রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে উত্তরবঙ্গ জুড়ে। এই ঘটনা আরও একবার জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললো তা বলাই যায়। শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা বিশ্বনাথ বর্মন গত মঙ্গলবার রাতে একটি ভ্যানে শুটকি মাছ চাপিয়ে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলেন দিনহাটার উদ্দেশ্যে। অভিযোগ, পুণ্ডিবাড়ি-ফালাকাটা জাতীয় সড়কে একদল দুষ্কৃতী বিশ্বনাথের গাড়ি আটকে তাকে মারধর করে।

এরপর তাকে দড়ি দিয়ে এক জায়গায় বেঁধে দুষ্কৃতীরা কয়েক লক্ষ টাকার ৬০ বস্তা শুটকি মাছ নিয়ে চম্পট দেয়। এরপর বিশ্বনাথ বর্মন সেই জায়গা থেকে পালিয়ে এসে অভিযোগ জানান চ্যাংরাবান্ধ্যা চেকপোস্টে। এরপর পুলিশ তদন্ত নেমে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থেকে গ্রেপ্তার করে অনুভব ভদ্র নামের একজনকে। অনুভবের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু বস্তা শুটকি মাছ।

jpg 20220917 140105 0000

এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় রুইডাঙ্গা এলাকার সুনীল দাস (৬৫), বিপুল দাস (১৯) ও ফলাকাটা এলাকার সৌরভ দাসকে (২৩)। এখনো পর্যন্ত পুলিশ ধৃতদের কাছ থেকে মোট ২৮ বস্তা শুটকি মাছ উদ্ধার করতে পেরেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে দ্রুততার সাথে তদন্ত করা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর