একেই বলে ছবির মতো সুন্দর! কম বাজেটে চলে যান এই অফবিট জায়গায়, ফুরফুরে হয়ে যাবে মন

বাংলাহান্ট ডেস্ক : হাতে কয়েকটা দিন ছুটি পেয়েছেন? ভাবছেন পরিবার বা বন্ধু-বান্ধবদের সাথে কিছুদিন উত্তরবঙ্গের (North Bengal) কোন জায়গা থেকে ঘুরে এলে ভালো হয়? তাহলে আজ আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে জানাতে চলেছি যেখানে জন অরণ্য থেকে দূরে, খুব কম পয়সায় ছুটি কাটিয়ে আসতে পারেন অনায়াসে।

উত্তরবঙ্গের (North Bengal) ছবির মত এক শহরের কথা

উত্তরবঙ্গের (North Bengal) কালিম্পং জেলার গীতখোলা সবুজ ও পাহাড়ে ঘেরা এমন এক অফবিট জায়গা (Offbeat Location) যেখানে গেলে আপনার মন ভাল হতে বাধ্য। প্রকৃতি যেন নিজের খেয়ালে সাজিয়েছে গীতখোলাকে। যেদিকে চোখ যাবে সেদিকেই দেখতে পাবেন পাহাড়ি ঝরনা। পাইন ঘেরা রাস্তায় ছোট্ট জনপদ আরো বাড়িয়ে তুলেছে এলাকার সৌন্দর্য।

North Bengal offbeat destination in kalimpong

এমনকি এখানে রয়েছে ব্রিটিশ আমলে তৈরি লোহার ব্রিজ। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু লোহার ব্রিজের পাশে তৈরি ঢালাই ব্রিজ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গীতখোলা পর্যটকদের (Tourist) এখন অন্যতম প্রিয় ডেস্টিনেশন। উত্তরবঙ্গ চিরকাল পর্যটকদের কাছে হট ডেস্টিনেশন। দার্জিলিং সহ কালিম্পং ও একাধিক জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।

আরোও পড়ুন : বিচার শুরু পার্থদের! রুদ্ধদ্বার এজলাসে প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষী কে হলেন?

পাহাড়ের টানে বরাবর বাঙালি ছুটে গিয়েছে উত্তরবঙ্গে। তবে আজকাল পাহাড়ের সর্বত্র শুধুই জনসমাগম। অনেকেই এমন কিছু পাহাড়ি অফবিট ডেস্টিনেশনের সন্ধানে থাকেন যেখানে অপেক্ষাকৃত পর্যটকদের ভিড় কম। কয়েকটা দিন নিরিবিলিতে পাহাড়ের কোলে কাটাতে অনেকেই বেছে নেন উত্তরবঙ্গের বিভিন্ন অফবিট গ্রাম। গীতখোলা সেগুলিরই অন্যতম।

North Bengal offbeat destination in kalimpong

যাবেন কীভাবে : গীতখোলা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। গাড়ি ভাড়া করে ওদলাবাড়ি, পাথরঝোড়া হয়ে পৌঁছে যেতে পারেন গীতখোলা। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রাত্রিযাপনের সুবিধা আপাতত নেই গীতখোলায়। সারাদিন ঘোরার পর রাত্রিযাপনের জন্য আপনাকে যেতে হবে গীতখোলা থেকে সামান্য দূরে ঝান্দি বা লুনসেলে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর