‘উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হোক’, মোদীর কাছে প্রস্তাব সুকান্তর

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গের (North Bengal) আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করা হোক। ভোট মিটতেই এমনই দাবি তুলে তোলপাড় ফেললেন বালুরঘাটের দু’বারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sunkanta Majumdar)। বুধবার এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি প্রস্তাবও জমা দিয়েছেন তিনি।

উত্তরবঙ্গের ‘উন্নয়নে’ বড় দাবি সুকান্তর (North Bengal)

সুকান্তর দাবি, বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলির অনেক মিল রয়েছে। ফলে এই দুইকে জুড়ে দিলে উত্তরবঙ্গ আরও বেশি সুযোগ-সুবিধা পাবে। এই নিয়ে রাজ্য সরকারের কোনও আপত্তি থাকবে না বলেও আশা প্রকাশ করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গের অংশ হিসেবে থেকেও উত্তরের ৮ জেলা উত্তর-পূর্বের সঙ্গে জুড়ে দেওয়া সম্ভব কি না, সেই বিষয়টা একবার ভেবে দেখা হোক। উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অংশ হিসেবে ধরা হলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলি পেতে পাশাপাশি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের পথেও অনেকাংশে অনেক সুবিধা হবে বলেও মনে করেন তিনি।

সুকান্তর কথায়, উত্তরবঙ্গ (North Bengal) দীর্ঘদিনের অনুন্নয়ন, বঞ্চনার শিকার। কেন্দ্র উত্তর-পূর্বের রাজ্যগুলোর উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে। বড় অঙ্কের অর্থও বরাদ্দ করা হয়েছে। এবার যদিও পশ্চিমবঙ্গের উত্তর অংশের ৮ জেলাকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া যায়, তবে এই অর্থ বরাদ্দ তারাও পাবে। উন্নয়নের রাস্তা খুলবে উত্তরবঙ্গের জন্য।

Sukanta Majumdar

আরও পড়ুন: ফের বাড়ছে DA, পকেটে আসবে বাড়তি ৮,৬৪০ টাকা, সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

সুকান্ত এই প্রস্তাব রাখতেই রে রে করে উঠেছে বঙ্গ শাসকদল তৃণমূল। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রাজ্যভাগের চক্রান্তর অভিযোগও এনেছে শাসকদল। ওদিকে তৃণমূলের এমন দাবির পাল্টা উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত বলেন, ‘‘আমি আদৌ রাজ্য ভাগের কথা বলিনি। আমি উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে এটা ভেবেছি। যদি সরকার রাজ্যের ভাল চায় তাহলে সরকারের এই নিয়ে দ্বিমত থাকার কোনও কারণ নেই।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর