দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি! এরই মাঝে বর্ষার আগমন নিয়ে সুখবর দিল IMD

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস মতই রবিবার রাতে বঙ্গে হানা দেয় ঘূর্ণিঝড়। শহর থেকে জেলা তছনছ করেছে শক্তিশালী রেমাল (Remal)। উপকূলবর্তী এলাকা থেকে শহর, জেলা ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। রাক্ষুসে রেমালের জেরে একাধিক মৃত্যুর খবরও সামনে এসেছে। তারপর কেটেছে তিন দিন। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে রেমালের রেশ কাটতেই বাড়ছে তাপমাত্রা। ফের অস্বস্তিকর গরম।

ঘূর্ণিঝড়ের জেরে বেশ কিছুটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে দুদিন থেকে ফের হাজির অস্বস্তিকর আবহাওয়া। আন্দামান এবং নিকবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে ভারতের মূল ভূখণ্ডে এখনও বর্ষার আগমন ঘটে নি। তবে কি সাইক্লোনের জেরে বর্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? এবার এই নিয়েই বড় আপডেট দিল IMD.

কিছুদিন আগেই IMD জানিয়েছিল, চলতি মরশুমে বর্ষার আগাম আগমন ঘটবে দেশে। কিন্তু সোমবার, মৌসম ভবনের তরফে জানানো হয়েছে আগামী পাঁচদিনের মধ্যে কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। IMD-র আপডেট অনুযায়ী, মে মাসের শেষে বা জুন মাসের একদম প্রথমেই কেরলে বর্ষা প্রবেশ করবে। পূর্বাভাসে এমনই জানানো হচ্ছে।

আরও পড়ুন: ‘SC সার্টিফিকেট অবৈধ…’, OBC নিয়ে তোলপাড়ের মাঝেই এবার বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট

আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরলে আগামী ১ জুন বর্ষা প্রবেশ করছে। কেরলে বর্ষা প্রবেশের পরই বাংলায় কবে বর্ষা শুরু হবে তা জানা যাবে। আবহাওয়াবিদদের মতে, লাক্ষাদ্বীপ, কেরালা, দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকা এবং উত্তর পূর্বের কিছু রাজ্যে শীঘ্রই বর্ষা শুরু হয়ে যাবে। তবে বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে এখনই কোনো আপডেট দেওয়া হয়নি। প্রতিবার সাধারণত ১১ জুনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে যায়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X