বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালেই মহালয়া। দেবীপক্ষের সূচনা। তবে এরই মধ্যে আশঙ্কার মেঘ। গত কয়েকদিন বৃষ্টি হয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অনেক জেলায় এখনও দুর্যোগের রেশ কাটেনি। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন, মহলয়ার দিনও কি বৃষ্টি হবে? তবে চিন্তার কিছু নেই। সুখবর দিল আবহাওয়া অফিস।
মহালয়ায় কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একাধিক জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। তবে ভারী বৃষ্টি হবে না। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়।
বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। কোথাও কোথাও উঁকি দেবে রোদ। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। বেলা গড়ালে দোসর হতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন: অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়! তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে, কি হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর?
বুধবারের পর বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় (Kolkata) সপ্তাহভর ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কয়েকদিনে শহরে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি।
আরও পড়ুন: ‘মঞ্জুর..,’ শেষ রক্ষাটুকুও হল না! আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়ের জীবনে নেমে এলে গভীর অন্ধকার
আগামীকাল উত্তরবঙ্গের (North Bengal Weather) পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হলেও তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকতে পারে।