বাংলা হান্ট ডেস্ক: মন খারাপের শুরু। আর একটা দিন তারপরই মায়ের বিদায়। পঞ্জিকা মতে আজই দশমী। গোটা পুজো জুড়েই কম-বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। আজও কি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)? শনিবার বিজয়া দশমীতে কি ফের আকাশের মুখ ভার থাকবে , নাকি উঠবে ঝলমলে রোদ? রইল আবহাওয়ার ফুল আপডেট (Weather Update)।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ ও আগামীকাল আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও খুব স্বল্প সময়ের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবারও একই রকম থাকবে আবহাওয়া। লক্ষ্মীপুজোর আগে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
এদিন কলকাতায় (Kolkata) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। দশমীতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। বৃষ্টি আরও কমবে। শনিবার আংশিক মেঘলা থাকতে পারে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ।
আরও পড়ুন: ‘জীবন সবার আগে’, জুনিয়র ডাক্তারদের বিশেষ আর্জি IMA সভাপতির, এবার উঠবে অনশন?
এদিন উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিকে আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া। অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি হবে। স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও।