হাতে আর দু’ঘণ্টা! ঝমঝমিয়ে বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে! আবহাওয়ার মেগা আপডেট

বাংলা হান্ট ডেস্ক: পঞ্জিকা অনুসারে, আজ বিজয়া দশমী। সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় রোদ ঝলমলে আকাশ। কোথাও কোথাও আবার অংশত মেঘলা। এরই মাঝে মায়ের বিদায়বেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে।

এদিন বিকেলের দিকে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গের আর কোনো জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে।

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এদিন বিকেলের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। লক্ষ্মীপুজোর আগে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। বিকেল বা সন্ধের দিকে দু-এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহানগরীতে।

আরও পড়ুন: শান্তি নেই! পুজোয় ভালো খাবারও খেতে পারলেন না পার্থ-বালু, ওদিকে ‘মুক্ত’ কেষ্ট বললেন, ‘ফাইন লাগছে’

আজ ও আগামীকাল আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। কিছু কিছু জায়গায় অংশত মেঘলা থাকতে পারে আকাশ। বর্ষা বিদায়ের আগে আপাতত আর ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর বা দক্ষিণ দুই বঙ্গেরই কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। খুব স্বল্প সময়ের জন্য হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু জেলায়।

south bengal weather

আরও পড়ুন: জুনিয়র চিকিৎসক অনেকেতের পর অসুস্থ আরেক অনশনকারী, ভর্তি রয়েছেন এইচডিইউ-তে

হাওয়া অফিস জানাচ্ছে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। যদিও এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হবে বা এর প্রভাব বাংলার উপর পড়বে কিনা তা এখনও জানা যায়নি। দক্ষিণবঙ্গের পাশাপাশি শনিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর