বাংলা হান্ট ডেস্ক: পুজোর মধ্যে সেভাবে ভারী বৃষ্টি হয়নি রাজ্যের কোনো জেলাতেই। মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে পুজো। আগেই আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছিল, পুজোর পর পরই বঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা। হাওয়া অফিসের অনুমান, আগামী দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায় ঘণ্টা বাজতে পারে। তার আগে আজ সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া একদম শুষ্ক থাকবে।
আগামীকাল থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)
এদিন কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের ন’টি জেলার কিছু অংশে বৃষ্টি হবে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনা। এর জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি (Rainfall) বাড়তে পারে। নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এর থেকে বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা।
এরপর বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টি হবে না। কোনো জেলায় সতর্কতাও জারি করা হয়নি।
আরও পড়ুন: আরও বিপাকে সন্দীপ ঘোষ? আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়! ফাঁস হতেই তোলপাড়
দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও আজ থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং-এ বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। বাকি জেলায় আপাতত (North Bengal Weather) পরিষ্কার থাকবে আকাশ।