বাংলা হান্ট ডেস্ক: চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে ফের জোরসে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদল হবে বলে জানা যাচ্ছে। নিম্নচাপের জেরে ফের শুরু হবে বৃষ্টি। এদিকে রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata) সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা।
ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে…
সূত্রের খবর, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। মঙ্গলবার পর্যন্ত অধিক বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বদলে যাবে আবহাওয়া। নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। পাশাপাশি থাকবে দমকা হওয়ার দাপট। ওদিকে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা এবং মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৩ এবং ২৪ অক্টোবর ফের বাংলায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমলেও হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে মধ্য আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে আগামী ২১ তারিখ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা আগামী ২৩ তারিখ নাগাদ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা।
উত্তাল হবে সমুদ্র…
আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে টানা পাঁচদিন সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে ও বুধবার উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সেরম সম্ভাবনা নেই। উত্তরের পার্বত্য এলাকা ছাড়া সেভাবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।