বাংলা হান্ট ডেস্ক: সমানে ভয় ধরাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে, ২৪ অক্টোবর রাতে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। সুন্দরবনে তেমন প্রভাব পড়বে না। ল্যান্ডফল করার সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। আবার এরই মাঝে ঘূর্ণিঝড়ের গতিপথ ও বাংলায় প্রভাব নিয়ে বড় আপডেট সামনে এল।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শক্তিশালী এই ঘূর্ণিঝড় অভিমুখ পালটে বর্তমানে ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। ‘দানা’র মূল প্রভাবও পড়বে ওড়িশাতেই। ২৪ তারিখ রাত ৯টায় ল্যান্ডফল হবে বলে লেটেস্ট আপডেটে জানিয়েছে হাওয়া অফিস। এর প্রভাবে বাংলার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ২৩ ও ২৪ অক্টোবর তুমুল বৃষ্টিপাত হবে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা।
বুধবার থেকেই আমূল আবহাওয়ার বদলের সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।
‘দানা’র ব্যাপক প্রভাব পড়বে দিঘা উপকূলের ৬০ কিলোমিটারের মধ্য়ে। ৩-৪ মিটার উঁচু ঢেউ উঠবে। ঘূর্ণিঝড়ের জেরে বৃহস্পতিবার দুর্যোগ বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতিভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
আরও পড়ুন: মাস্টারস্ট্রোক! রাজ্য সরকারি কর্মীদের DA মামলা নিয়ে বিরাট আপডেট, শীঘ্রই সুখবর?
শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে এদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে হলুদ সতর্কতা।