গরম দেখে ভুলবেন না! মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, আজ ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়

বাংলা হান্ট ডেস্ক: আকাশে ধরা দিয়েছে নীল-সাদা মেঘ। পুজোর যে আর বেশিদিন সময় নেই। দিন কয়েকের অপেক্ষা। তারপরই মা আসছেন। তবে এরই মধ্যে মন খারাপের খবর দিন আবহাওয়া দফতর (Weather Department)। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সোমবার জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। যা নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)।

পুজোর আগেই ফের দোসর হবে বৃষ্টি। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা এবং দুই বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি (Rainfall) হতে পারে। আজ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে।

সোমে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ও হুগলিতেও। এরপর মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই ভিজবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু। এদিন ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সিলসিলা জারি থাকবে। ওদিকে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে বাংলার জেলাগুলিতে। এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর মধ্যেও বৃষ্টির পূর্বাভাস।

South Bengal weather rainfall alert North Bengal Kolkata West Bengal weather update till 25th September

আরও পড়ুন: কেষ্টকে নিয়ে টানাটানি! অনুব্রতকে ফিরিয়ে আনতে দিল্লি দৌড় দিলেন এই দুই নেতা, ঘটনা চমকে দেবে

এদিন উত্তরবঙ্গের (North Bengal Weather) প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেই বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর