গরম কাটিয়ে ভারী বৃষ্টি! নিম্নচাপের জেরে আজ থেকে ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলা: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: বর্ষার শেষবেলায় তুমুল ‘মুড সুইং’ আবহাওয়ার। পুজোর আগেই ফের একবার ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস। এমনকি পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic circulation) রয়েছে। যা নিম্নচাপে পরিণত হয়ে প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর জেরে মঙ্গলবার বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে।

নিম্নচাপে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)

মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই ভিজবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে। জারি হয়েছে সতর্কতা।

   

এরপর বৃহস্পতিবারেও বৃষ্টির সিলসিলা জারি থাকবে। এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হবে পারে। সতর্কতা রয়েছে এই সমস্ত জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পুজোর মধ্যেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।

এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার পাশাপাশি এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

South Bengal weather rainfall alert Kolkata North Bengal West Bengal weather update till 14th September

আরও পড়ুন: Optical Illusion: ছবিটির মধ্যে রয়েছে একটি বড় ভুল! খুঁজে বার করে তাক লাগিয়ে দিন সবাইকে

উত্তরের (North Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার থেকে। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তরের পার্বত্য এলাকায়। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বাড়বাড়ন্ত। আজও স্বাভাবিকের চেয়ে অধিক থাকতে পারে তাপমাত্রা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর