বাংলা হান্ট ডেস্ক: ফের বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে পুজোয় ভাসাতে পারে বঙ্গ। এমনই আশঙ্কার কথা জানাল আবহাওয়া দপ্তর। মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে অনেক জায়গায়। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ফের ঝমঝমিয়ে শুরু!
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোর আগে আগামী ৪ অক্টোবর ফের নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। যার প্রভাবে বৃষ্টি হবে জেলায় জেলায়। এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। তবে ভারী বৃষ্টি হবে না। তবে শুক্রবার বৃষ্টি বাড়বে। আগামীকাল দুই ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস।
আজ থেকে ৮ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। বেলা গড়ালে দোসর হতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। একাধিক জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। তবে ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
আরও পড়ুন: ছিঃ ছিঃ! স্বাধীন বাংলাদেশে অসম্মান বিদ্যাসাগরের, ভেঙে ফেলা হল মূর্তি, রেহাই পেলেন না লালন ফকিরও
এক নজরে উত্তর (North Bengal Weather) : বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পঙের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। ৮ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিন থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।