রবিতে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে কলকাতার আবহাওয়া? ওয়েদার আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে শেষ রবিবার। জমজমাট শপিং এর প্ল্যান বানিয়ে রেখেছেন অনেকেই। তবে এরই মাঝে বৃষ্টি বাধ সাধবে নাতো? আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে।

বিক্ষিপ্ত বৃষ্টির সিলসিলা জারি থাকবে…

হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আপাতত নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না। আজ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি হতে পারে। এদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। তবে পুজোর মুখে খুশির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর।সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে এমনই পূর্বাভাস। সোমবার থেকে শুক্রবার রাজ্যের কোনো জেলাতেই আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎসহ হালকা বৃষ্টির হলেও হতে পারে।

আজ থেকে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায় মেঘলা আকাশ থাকবে। কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পুজোর মধ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

South Bengal weather rain forecast Kolkata North Bengal West Bengal weather update 15th August

আরও পড়ুন: পুজোয় নো মিস! রইল কলকাতার সেরা ফিশ ফ্রাইয়ের ঠিকানা, একবার খেলেই ভুলবেন না কোনও দিন

রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবারের পর থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X