বাংলা হান্ট ডেস্ক: হাতে মাত্র দু’দিন। তারপরই পুজো শুরু। গত কয়েকদিন রাজ্যবাসীকে বেশ ভুগিয়েছে বৃষ্টি। কখনও ভারী আবার কখনও মাঝারি। শনিবারও বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বহু জেলায়। তাহলে পুজোর মধ্যেও কি বৃষ্টি চলবে? এই প্রশ্নই এখন সকলের মনে। তবে খুশির খবর দিয়ে আবহাওয়া দপ্তর (Weather Office) জানিয়েছে, পুজো দিনগুলিতে গোটা বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু দিন একাধিক জেলায় বৃষ্টি চলবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা। পুজো পর্যন্ত ভারী বৃষ্টি হবে না কোথাওই। আজ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে অক্ষরেখা। এই দুইয়ের জোড়া (Weather Update) ফলায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরেই পুজোর আগে মুখ ভার আকাশের। তবে রবিবার বৃষ্টি জারি থাকলেও সোমবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলের পর থেকেই কিছুটা উন্নতি হতে পারে আবহাওয়ার।
পুজোর সময় আবহাওয়া: পুজোর কটা দিন আপাতত দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পুজোয় ভারী বা টানা বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। আবহাওয়া দফতরের আপডেট, পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে উত্তর, দক্ষিণ দুই বঙ্গেরই দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণ করে খুন! পটাশপুরে অভিযুক্তকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা! তোলপাড় কাণ্ড
সোমবার থেকে শুক্রবার রাজ্যের কোনো জেলাতেই আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎসহ হালকা বৃষ্টির হলেও হতে পারে। এদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। তবে আগামীকাল থেকে কিছুটা পরিষ্কার হবে আকাশ।