একটু পরই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টির সতর্কতা জারি

বাংলা হান্ট ডেস্ক: পুজো শুরু হল বলে। এদিকে বৃষ্টি যাওয়ার নাম নেই। ফের একবার দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বর্ষণের পূর্বাভাস। চার জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। এছাড়া সপ্তাহভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই।

কোন কোন জেলায় সতর্কতা জারি? (South Bengal Weather)

সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। চার জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া (Weather Update) প্রভাব। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরেই বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে।

সোমবার দিনভর আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি হতে পারে। ভারী বৃষ্টি কোথাও হবে না। পুজোর মধ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

সোমবার দক্ষিণবঙ্গের চার জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রোজই। পুজোর চারটে দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ।

south bengal weather

আরও পড়ুন: যখন তখন বাড়বে DA, কত শতাংশ? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

ওদিকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও (North Bengal Weather Update)। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সোমবার নতুন করে উত্তরের কোনও জেলাতেই সতর্কতা জারি করা হয়নি। তবে উত্তরবঙ্গের উপরের দিকে কিছু জেলার দু’একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর