বাংলা হান্ট ডেস্ক: পুজোর মুখেই ভয় ধরাচ্ছে দুর্যোগ। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া (Weather Update) প্রভাব। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরেও বৃষ্টি চলছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে পুজো পর্যন্ত দক্ষিণবঙ্গ (South Bengal Weather) সহ বাংলার কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজ সোমবার মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি হতে পারে। ভারী বৃষ্টি কোথাও হবে না। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু দিন একাধিক জেলায় বৃষ্টি চলবে। তবে পুজোর মধ্যে ভারী বৃষ্টি বাধ সাজবে না।
পুজোর চারটে দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বিক্ষিপ্তভাবে উত্তর দক্ষিণ দুই বঙ্গেরই কিছু জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলে মনোরম আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি দোসর হতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: চিনের গুপ্তচর বেলুন উড়ছিল ভারতের ওপর দিয়ে, খোঁজ পেতেই যা করল বায়ুসেনা, জানলে হবেন অবাক
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather): আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সহ উত্তরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। আজ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ারও উন্নতি হবে। বৃষ্টি কমবে।