ষষ্ঠীতে আরও বাড়বে বৃষ্টি? কাল কোন কোন জেলায় দুর্যোগ? আবহাওয়ার আগাম খবর জেনে নিন

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার পঞ্চমীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। তাহলে কি ষষ্ঠীতেও একই দশা হবে? ফের ভারী বৃষ্টি শুরু হবে না তো? এই নিয়েই চিন্তা শুরু হয়েছে সকলের। তবে আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে নতুন করে কোনও বড় ধরনের বিপর্যয় পুজোর মধ্যে আসছে না। দশমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হতে পারে।

একদিকে বৃষ্টি, অন্যদিকে দোসর হয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দশমী পর্যন্ত প্রতিদিনই হালকা পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। সতর্কতাও জারি নেই কোনো জায়গায়। আগামীকাল ষষ্ঠীর দিনও ভারী বৃষ্টি হবে না কোথাও।

মঙ্গল ও বুধবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ১০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হবে না রাজ্যের কোথা। হাল্কা, মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে৷ তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। পুজোর পরপরই রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। বিদায়ের মুহূর্তে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন আর নেই।

আগামীকালও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে মহানগরীতেও।

south bengal weather

আরও পড়ুন: মমতার অনুদান প্রত্যাখান করে বিপাকে পুজো কমিটিগুলি! আর মিলবে না এই সুবিধাও, মাথায় হাত

উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে। উত্তরের উপরের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে না (North Bengal Weather)। উত্তরবঙ্গের কোনও জেলাতেই সতর্কতাও জারি করা হয়নি। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য পূর্বাভাস।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর