উত্তরবঙ্গে তুষারপাত সহ বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গ থাকবে শুষ্ক- জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ ফের রাজ্যে রয়েছে বৃষ্টির (Rain) সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গ অপেক্ষা উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানায় আবহাওয়া দপ্তরের (Weather office) তরফ থেকে। গত দুদিন ধরে  হালকা বৃষ্টিতে ভিজেছে দুই পরগণাসহ অন্যান্য জায়গার মানুষেরাও। এখন বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া হতে শুরু করবে দক্ষিণবঙ্গে।

brristi 222

আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। সান্দাক ফু (Sandakfu), টাইগার হিলসে (Tiger Hill) তুষারপাত (Snowfall) হওয়ার সম্ভাবনা প্রবল। সকাল থেকে জায়গায় জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টি হলেও, মেঘলা আকাশ থাকবে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবারও বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

দক্ষিণ বঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাতের আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না বলে জানা যায়। রাজ্যে বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। প্রথমে টানা তিন দিন ধরে বৃষ্টির সম্ভাবনা জানায় আবহাওয়া দপ্তর। পরিস্থিতির খারাপ অবস্থা দেখে আগে থাকতেই তুষারপাতের সংবাদ জানায় তাঁরা।

brristi

ইতিমধ্যেই সকাল থেকেই পাহাড়ি অঞ্চলে তুষারপাত শুরু হয়ে গিয়েছে। দার্জিলিঙে বফর পড়তে শুরু করে দিয়েছে। সান্দাকফু, টাইগার হিলেও শুরু হয়ে গেছে তুষারপাত। দার্জিলিং-এ (Darjeeling) তুষারপাতের সাথে বৃষ্টিও পড়ছে। বৃষ্টিপাত এবং তুষারপাতের ফলে সব মিলিয়ে পাহাড়ে এখন যেন কাশ্মীরের (Kashmir) মতো অবস্থা তৈরি হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর